একান্তে অবস্থান ও মোহাবিষ্ট মেলামেশা pdf বই ডাউনলোড। মুসলমানরা আজ প্রতারিত। তাদের বড় একটি অংশ যারা নারীদের স্বতীত্ব হরণ করতে এবং তাদেরকে ফেতনা-ফাসাদ ও অশালীন কর্মকান্ডে জড়িত করার লক্ষ্যে এজেন্ট হিসেবে কাজ করছে। নারীরা আজ এই জঘন্য ষড়যন্ত্রের শিকার। তার এ ব্যাপক ক্ষতির কারণে সমাজ হারিয়ে ফেলেছে তার ভারসাম্য, সুখ-সমৃদ্ধি এবং নিরাপত্তা ও শান্তি।
মুসলিম নারীর বিরুদ্ধে এক শ্রেনীর লোক ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত। আত্মসম্মানবোধ ও দীনদারী না থাকার কারণে তারা না আল্লাহকে ভয় করে, না ভয় করে অসম্মান-অপদস্থতাকে। তাদের না আছে স্ত্রী, না আছে কন্যা সন্তান। কৃতকর্মের ব্যাপারে জিজ্ঞাসির হবার দনিকে তারা ভয় করে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পর্দার গুরুত্ব pdf বই ডাউনলোড
- আল্লাহ কোথায় pdf বই ডাউনলোড
- উহুদের যুদ্ধ pdf বই ডাউনলোড
- মৃত্যুর সময় pdf বই ডাউনলোড
- শিয়া আলেম ও মুসলিম আলেম বিরোধ pdf বই ডাউনলোড
অন্যদিকে তাদের কতেকের স্ত্রী-কন্যা থাকলেও তাদের মধ্যে নেই কোন আত্মসম্মানবোধ, এমনকি কতেক প্রাণীর মধ্যে যে আত্মসম্মানবোধ রয়েছে তাও তাদের মধ্যে নেই। আর আমাদের দীন আমাদের মা-বোন-কন্যাদেরকে একনিষ্ঠভাবে নসীহত করতে, দীনের অধিকারে সীমালঙ্গল করলে প্রতীক্ষিত ভয়ানক শাস্তির ভীতি প্রদর্শন করতে উদ্বুদ্ধ করে। পুরুষদের সাথে অবাধ মেলামেশার জন্য গৃহ থেকে নারীকে বের করার আহবান টেনে নিয়ে এসেছে নানা দুঃখজনক ঘটনা ও বিপর্যয়।
প্রথমে নারীকে সামাজিক বন্ধনের শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্যাপারটি (নারী-পুরুষ অবাধ মেলামেশা) আকর্ষণীয় ও দেদীপ্যমান অবস্থায় তুলে ধরা হয়। কিন্তু লাঞ্ছনা-বঞ্চনার মধ্যদিয়ে তার পরিসমাপ্তি ঘটে। তাদেরকে করা হয় রাস্তার ঝাড়ুদার, মদ্যপদের দেহরক্ষিতা।এ অবস্থায় মিসরের বিখ্যাত দৈনিক আল আখবার পত্রিকায় প্রকাশিত এ সম্পর্কিত দুটি ঘটনা শ্রোতাদের সামনে তুলে ধরা হলো:
১। মিসরের জাকাজিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগরে জনৈক ছাত্রকে তার সহপাঠিনী হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্থ করা হয়। মেয়েটি তার ভালোবাসার আবেদনে সাড়া না দেওয়ার কারণে সে মেয়েটিকে উক্ত অনুষদের অভ্যন্তরে ধারালো ছুরি দ্বারা কয়েকটি আঘাত করে। মেয়েটি মারাত্মকভাবে আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়। ছাত্রটিকে গ্রেফতার করা হয়। (দৈনিক আল আখবার ১৭/১২/১৯৭৯ ইং)।
২। আঠারো বছর বয়স্কা জনৈকা যুবতীকে তার বাবা নির্বাচনী প্রচারভিযানে পাঠায়। তিনি এক ডাক্তারকে তার মেয়ের গর্ভপাতকরণ ও তার মৃত্যুর জন্য দায়ী করেন। মেয়েটি আল কাছর আল আইনী নামক হাসপাতালে মমর্ষু অবস্থায় স্থানান্তরের পর মারা যায়। উপদেষ্টা শাকুর-তুরকী। এর নেতৃত্বে আহমাদ হামাদাহ ও আনওয়ার আল জাবালকে সদস্য করে গঠিত ফৌজদারী বিচারালয়ের সামনে নির্যাতনের শিকার মেয়েটির ভার্সিটি পড়ুয়া সহোদর বোন সাক্ষ্য দেয় যে তার বোন একজন স্বনামধন্য ডাক্তারের ক্লিনিকে পরিচারিকা হিসেবে কাজ করত, দীর্ঘ ছয় মাস যাবত ডাক্তারের সাথে তার বোনের সখ্যতা গড়ে উঠে এবং কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে পড়ে।
নিচে একান্তে অবস্থান ও মোহাবিষ্ট মেলামেশা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ | ডঃ মুহাম্মাদ ইবন লুফতী |