এক হাতে মুসাফাহ
এক হাতে মুসাফাহ pdf বই ডাউনলোড। হাফিয ইবনে আব্দুল বার তামহীদ শরহে মুয়াত্তা (মালেক)-এর লিখছেন: আব্দুল্লাহ বিন বুসর রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা কি আমার এ হাতখানা দেখছ? আমি এই একটি হাত দ্বারা রসুলুল্লাহ সাঃ এর সাথে মুসাফাহা করেছি। এই হাদীসটি সহীহ।
এই হাদীসটি থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হল যে, এক হাতে মুসাফাহ করাটাই নিয়ম। মুসনাদে আহমাদ। আব্দুল্লাহ বিন বুসর রাঃ- দুটি বর্ণনা নিম্নরূপ: এই হাদীসটির প্রথম বর্ণনাকারী হাফেয ইবনে আব্দুল বার।
আরও দেখুনঃ বালা মুসিবাত pdf বই ডাউনলোড
হাফেয যাহাবী রহঃ তাযকিরাতুল হুফফাযে (3/৩০৯) পৃ: তারঁ সম্পর্কে লিখেছেনঃ অত,পর লিখেছেন; দ্বিতীয় বর্ণনাকারী হলেন আব্দুল ওয়ারিস বিন সুফিয়ান। তিনি হাফেয ইবনে আব্দুল বার-এর অন্যতম শ্রেষ্ঠ শায়েখ শিক্ষক ছিলেন। হাফেয ইবনে আব্দুল বার তাহমীদ-এ আব্দুল ওয়ারিস বিন সুফিয়ান-এর মাধ্যমে দলীল উপস্থাপন করেছেন।
আনাস বিন মালিক রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন; আমি এ হাতের তালু দ্বারা রসূলুল্লাহ সাঃএর হাতের তালুর সাথে মুসাফাহ করেছি। আর আমি রসূলুল্লাহ সাঃ-এর হাতের তালুর চেয়ে নরম কোন রেশমের সুতা ও কোন রেশমের কাপড় সম্পর্শ করিনি। এ হাদীসটি বলে পরিচিত্ এ হাদীসটি সনদে যতজন বর্ণনাকারী আছেন তারা প্রত্যেকে হাদীসটি বর্ণনার ক্ষেত্রে নিজের উস্তাদের সাথে মুসাবাহ করেন।
আরও দেখুনঃ শুধু আল্লাহর কাছে চাই pdf বই ডাউনলোড
যেভাবে আনাস রাঃ এর হাত দ্বারা রসূলুল্লাহ সাঃ এর সাথে মুসাফাহ করেছিলেন। এ হাদীসটি মুহাম্মাদ আবিদ সিন্দি রহঃ হাসরুশ শারিদে এবং ইমাম শওকাণী রহঃ ইত্তিহাফুল আকাবির-এর এবং অনেক মুহাদ্দিস নিজেদের ধারাবাহিক বর্ণনাগুলোতে উদ্ধৃত করেছেন। এ হাদীসটির কয়েকটি সনদ রয়েছে।
এর কোন কোনটির যদিও দলীল হিসাবে গ্রহণযোগ্যতা ও সাক্ষ্য নেই। কিন্তু কোন কোনটির গ্রহণযোগ্য সাক্ষ্য তৃতীয় বর্ণনাকারী হলেন, ক্বাসিম বিন আসবাদ হাফেয যাহাবী তারঁ পূর্বোক্ত কিতাবে (৩/৬৮ পৃ.) লিখেছেন: চতুর্থ বর্ণনাকরী হলেন, ইবনে ওয়াদাহ। আর তিনিও সিক্বাহ এবং গ্রহণযোগ্য ।
আরও দেখুনঃ ছহীহ কিতাবুদ দোআ pdf বই ডাউনলোড
নিচে এক হাতে মুসাফাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ জায়েদ লাইব্রেরী বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.88 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আব্দুর রহমান মুবারকপুরি অনুবাদঃ কামাল আহমাদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ