এক pdf বই ডাউনলোড। কথা। এমন একটা সময় ছিল যখন আসল আর নকলের ফারাক বেশ করা যেত। শিল্প বিপ্লবের পরে একটি আসলের অনেকগুলো নকল তৈরি হলো যেগুলো সবই দেখতে একরকম, সবই আসল নকল—একই কারখানায় তৈরি। এরপর পুঁজিবাদের বর্তমান জামানায় নকলের সম্ভার আর মিডিয়া মানুষকে ভুলিয়েই দিল আসল কাকে বলে।
বিবর্তনের এই মডেলটা ইসলাম দ্বারাও স্বীকৃত। আল্লাহ যে একমাত্র ইলাহ এবং রর্ সে বোধ নিয়েই প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে। প্রতিটি সমাজও আদিতে বিশুদ্ধ থাকে চেতনায়। ধীরে ধীরে তারা নকল মা’বুদ তৈরি করে নেয় তাদের দরকার মতো। এরপর আসল উপাস্য হারিয়ে যান—সাত নকলে আসল ভেস্তা হবেই। নকল মা’বুদের দরকার কী? আল্লাহ যে বিবেক দিয়েছেন তাকে সাত-পাঁচ বুঝিয়ে চুপ করিয়ে দেওয়া ।
মানুষ যখন জানতে শুরু করে তখন বিবেক জাগতে শুরু করে। তাওহীদের ব্যাপারে জ্ঞানের সুবিধা হচ্ছে এটি মানুষকে ধাক্কা দেয়। আল্লাহর ‘ইবাদাহ যে মানুষের নিছক কর্তব্য নয় বরং জীবনের সবচেয়ে বড় কর্তব্য এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পৃথিবীতে আসার উদ্দেশ্য যে ‘ইবাদাতে আল্লাহর এককত্ব প্রতিষ্ঠা করা, এটা বোঝার পর অধুনা আমাদের যাপিত জীবন অর্থহীন মনে হবে।
এতদিন করে আসা সব কিছু কি তবে মিথ্যা? তাওহীদকে বাদ দিয়ে ছোটবেলা থেকে শেখা এত সব নীতিকথাকে চটক মনে হতে থাকে। সাথে থাকে আক্ষেপের অন্তর্দহন—এত দিন কেন জানিনি? কেন শিখিনি? কেন চিন্তা করিনি? হৃদয়ের রুদ্ধ অর্গল খোলার নিমিত্তে এই বই। অপরের বিবেকের দোরে করাঘাত করার নিমিত্তে এ বই।
আমাদের এ বইটি ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস রচিত Fundamentals of Tawheed এর চতুর্থ বাংলা অনুবাদ। সম্ভবত, আল কুর’আনের পরে কোনো ভিন ভাষার বইয়ের এতগুলো অনুবাদ বেরোয়নি। পূর্বের অনুবাদগুলোতে এমন বেশ কিছু বিয়োজন-সংযোজন ছিল, যার জন্য ড. বিলাল ফিলিপসের অনুমোদন নেওয়া হয়নি। মূল লেখককে দেওয়া হয়নি তার প্রাপ্য সম্মানী। বাংলাদেশের প্রকাশনা জগতের খুব সাধারণ চিত্র হলেও এমনতর অনৈতিকতা প্রকাশনী সংস্থার বিশ্বমান অর্জন ব্যবহত করেন।
নিচে এক pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সিয়ান পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 6.8 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | আবু আমীনাহ বিলাল ফিলিপস |
বইয়ের অনুবাদকঃ | আবদ আল আহাদ |