এফবিআই’স মোস্ট ওয়ান্টেড উইম্যান আফিয়া সিদ্দিকী pdf বই ডাউনলোড। ২০১৮ সালে থাইল্যান্ড ও শ্রীলঙ্কাতে আটক থাকা পাকিস্তানিদের মৌলিক অধিকার এবং তাদেরকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য লড়াই করছিলাম ইসলামবাদ হাইকোর্ট এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টে। সেই সময়টায় এফবিআই এর মোস্ট ওয়ান্টেড পলাতক নারী ড. আফিয়া সিদ্দিকীর মামলা আমার নজরে আসে।
২০০৩ সালে তার তিন সন্তানের সাথে পাকিস্তান থেকে নিখোজঁ হন ড. আফিয়া সিদ্দিকী। ২০০৮ সালে আফগানিস্তানের গজনীতে আমেরিকার কর্মকর্তাদের হত্যা চেষ্টার অভিযোগে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে তার বিচার কাজ শুরু হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভেতরের পাতায় pdf বই ডাউনলোড
- অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি pdf বই ডাউনলোড
- ড. মুক্তাদা হাসান আযহারী pdf বই ডাউনলোড
- আই অ্যাম মালালা pdf বই ডাউনলোড
- ড. বিলাল ফিলিপ্স জিবনী pdf বই ডাউনলোড
৮৬ বছর সাজা দেয়া হয় আফিয়াকে। বর্তমানে তিনি টেক্সাসে ফোর্ট ওয়ার্থের কার্সওয়েলে ফেডারেল মেডিক্যাল সেন্টারে কারারুদ্ধ আছেন। জীবন এবং স্বাধীনতার মতো মৌলিক অধিকার এবং যাবজ্জীবন কারাদন্ডের মধ্যে সম্পর্ক অনুধাবক করতে আমার আগ্রহ থাকায় ড. আফিয়া সিদ্দিকীর মামলা আমাকে বেশ ভাবিয়ে তুলল। আফিয়া সিদ্দিকীর মামলা যেন আমাকে কিছু বলতে চাচ্ছে।
আমি ড. আফিয়া সিদ্দিকীর পরিবারের সাথে যোগাযোগ করেছি। এফএমসি, কার্সওয়েলে বন্দি অবস্থায় তার মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে তাদেরকে অবহিত করেছি। ড. ফাওজিয়া সিদ্দিকী ড. আফিয়ার বোন আমার আইনি সহায়তার আওতায় পাকিস্তান সংবিধানের ১৮৪(৩) অনুচ্ছেদের অধীনে একটা পিটিশন দায়ের করেন পাকিস্তান সুপ্রিম কোর্টে। পাকিস্তান সরকার তার নাগরিকদের বিশেষ করে ড. আফিয়াকে সহায়তা করার জন্য এতে আবেদন জানানো হয়।
আফিয়া অত্যন্ত শোচনীয় অবস্থায় বন্দি ছিলেন বিদেশি কারাগারে। ড. আফিয়া সিদ্দিকী, যিনি এমআইটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং ইউরোসাইন্সে পিএইচডি করেছেন ব্র্যান্ডিজ থেকে। তার মামলা ছিল অত্যন্ত জটিল। মার্কিন যুক্তরাষ্টের অ্যাটর্নি জেনারেল জন অ্যাশক্রফ্ট মোস্ট ওয়ান্টেড সাতজন পলাতক আল-কায়েদা সদস্যের মধ্যে তার নাম তালিকাভুক্ত করার পর থেকেই আয়িাকে লেডি আল-কায়েদা ।
এবং আল-কায়েদার মাতা হরি সহ বেশকিছু ছদ্মনাক দেওয়া হয়েছে। তাকে আল-কায়েদার একজন কর্মী এবং সহযোগী হিসেবে চিহিৃত করা হয়েছে। বলা হয়েছে তিনি আমেরিকার বিরুদ্ধে তার শিক্ষাদীক্ষাকে ব্যবহার করতে চেয়েছেন। অনেক কাউন্টার টেরোরিজম সার্কেল তাকে ৯/১১ এর মূল হোতা খালিদ শেখ মুহাম্মাদের সাথে সনম্পৃক্ত দাবি করেছে। এছাড়া তারা বিশ্বাস করে ওসামা বিন লাদেনের পক্ষ থেকে হামলার পরিকল্পনা করেছেন তিনি।
নিচে এফবিআই’স মোস্ট ওয়ান্টেড উইম্যান আফিয়া সিদ্দিকী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্রজন্ম পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 34.0MB |
প্রকাশ সালঃ | ২০২১ |
বইয়ের লেখকঃ | দাউদ গজনভী |
অনুবাদঃ | মাহজাবিন খান |