এরদোগান বনাম শরীয়ত বাস্তবতা
এরদোগান বনাম শরীয়ত বাস্তবতা pdf বই ডাউনলোড। পানিতে ডুবন্ত একজন মানুষ যেভাবে বাচাঁর শেষ চেষ্টা হিসেবে খড়কুটো আকঁড়ে ধরে, মুরুভুমিতে দিক হারানো ক্ষুৎপিপাসায় কাতর ব্যক্তি যেভাবে মরীচিকাকে নিজের জীবন রক্ষার শেষ অবলম্বন মনে করে, ফলস্বরূপ সে দ্রুত মৃত্যুমুখে পতিত হয়। কারণ খড়কুটো কিংবা মরীচিকার ভরসায় নিজেকে সপে দিয়ে সে তার নিজের ধ্বংস ত্বরান্বিত করেছে।
ঠিক তেমনিভাবে বর্তমানে পরাজিত ও বিপর্যস্ত মুসলিম উম্মাহর বিরাট একটি অংশ নিজেদের সামনে আশার আলো দেখতে না পেয়ে এমন ব্যক্তিদেরকে উম্মাহর আশা-আকাংখা বাস্তবায়নের কান্ডারী হিসেবে কল্পনা করে নিচ্চে, যারা কোনোভাবেই উম্মাহর কান্ডারী হওয়ার যোগ্য নয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- একটি সুন্নাতকে বাচাঁবো বলে pdf বই ডাউনলোড
বরং তাদের কেউ কেউ সরাসরি ইসলামের বিরুদ্ধে কুফফারদের লড়াইয়ের সহযোগী। ফলশ্রুতিতে উম্মাহ আরো দ্রুত ধ্বংসের অতলে তলিয়ে যাচ্চে। উপরে উঠার কল্পনা করতে গিয়ে আরো নিচে নেমে যাচ্ছে। ইসলামের মৌলিক আকীদা সম্পর্কে যারা অবগত আছেন।
তারা জানেন যে, কুরআন -সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে সজ্ঞানে অস্বীকার করলে । কিংবা ইসলামের বহির্ভূত অথবা বর্তমানে আমলযোগ্য নয় মনে করলে সে ব্যক্তি ইসলামের গন্ডি থেকে বের হয়ে যায় ।
আহলুস সুন্নাহর সকল যুগের সকল আইম্মায়ে কিরাম ও উলামাগন এ ব্যাপারে ঐকমত্য পোষন করেছেন এর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।দ্বীনের একাংশকে বা বিরাট অংকে অস্বীকার করার বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ঈমান বিধ্বংসী কুফুরী মতবাদের নাম হচ্চে ধর্মনিরপেক্ষতাবাদ।
ধর্মনিরপেক্ষতাবাদের সুস্পষ্ট এবং অকাট্য বক্তব্য হচ্চে, ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে।রাষ্ট্র ও সমাজ জীবনে থাকবে নাহ অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাবাদে কুরআন -সুন্নাহতে রাষ্ট্র, সমাজ , অর্থনীতি , আন্তর্জাতিক নীতি সংক্রান্ত সকল বিধানকে সুস্পষ্ট ভাবে এবং প্রকাশ্যে অস্বীকার করা যায়। এই আকীদা রাখঅ শুধু এক কারণে বা একটি কুফর নয় ।
নিচে এরদোগান বনাম শরীয়ত বাস্তবতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 2.80 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ