এশিয়া মহাদেশের ইমাম pdf বই ডাউনলোড। এশিয়া মহাদেশের ইমাম কাহাকে বলা হইতেছে? তাঁহার উপর সংক্ষিপ্ত আলোকপাত করিলে ভাল হয়। তাহলে বলা যায় যে ইমাম আহমাদ রেজা বেরেলবী রাদি আল্লাহু আনহুকে এশিয়া মহাদেশের ইমাম বলিয়া চিহৃীত করা হইতেছে। ১০ই শওয়াল ১২৭২ হিজরী অনুযায়ী ১৪ই জুন ১৮৫৬ সালে ভারতের বেরেলী শহরে জাসুলী মহল্লাতে তাহাঁর জন্ম হয়।
তিনি মাত্র চার বৎসর বয়সে ১২৭৬ হিজরী অনুযায়ী ১৮৬০ সালে পবিত্র কুরআন পাঠ সমাপ্ত করেন। জীবনের প্রথম ছয় বৎসর বয়সে রবিউল আউওয়াল মাসে ১২৭৮ হিজরী অনুযায়ী ১৮৬১ সারে বিরাট সভাতে মীলাদ শরীফ পাঠ করেন।
আরও দেখুনঃ ইসতিখারার সুন্নত তরিকা pdf বই ডাউনলোড
১২৮৫ হিজরী অনুযায়ী ১৮৬৮ সালে সর্ব প্রথম আরবী ব্যাকরণের বিখ্যাত কিতাব-হিদায় তুন্নাহাব এর আরবী ভাষায় ব্যাখ্যা লেখেন। তের বছর দশ মাস পাচঁ দিন বয়সে ১২৮৬ হিজরী অনুযায়ী ১৮৬৯ সালে সম্মানের পবিত্র পাগড়ী পরানো হয়। ঐ সালে জীবনের প্রথম ফতওয়া লেখেন। ঐ সালে মুদার্রিসের মসনদে বসেন। ১২৯১ হিজরী অনুযায়ী ১৮৭৪ সালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লামের সুন্নাত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আমারা অনেকেই জানি না যে এশিয়া মহাদেশের ইমাম কারা কারা?
১২৯২ হিজরী অনুযায়ী ১৮৭৫ সালে তাহাঁর বড় সাহেবজাদা হুজ্জাতুর ইসলাম আল্লামা হামিদ রেজা খানের জন্ম হয়। ১২৯৩ হিজরী অনুযায়ী ১৮৭৬ সারে ফতওয়া বিভাগে মুফতীর মসনদে বসিয়া ফতওয়া লিখিবার অনুমতি প্রাপ্ত হন। ২১ বৎসর বয়সে ১২৯৪ হিজরী অনুযায়ী ১৮৭৭ সালে হযরত আলে রাসুল মারহারাবী রহমাতুল্লাহি আলাইহির নিকট বায়েত গ্রহণ ও খিলাফত প্রাপ্ত হন।
আরও দেখুনঃ ইসাবেলা pdf বই ডাউনলোড
ঐ সালে সর্ব প্রথম উর্দু ভাষায় কিতাব লেখেন। ১২৯৫ হিজরী অনুযায়ী ১৮৭৮ সালে প্রথম হজ করেন। ঐ সালে পবিত্র মক্কার মুফতী শায়েখ আব্দুর রহমান সিরাজ মক্কী, শায়েখ আহমাদ বিন জায়েদ দিন দাহলান মক্কী ও কাবা শরীফের ইমাম শায়েখ হোসাইনবিন সালেহ মক্কীর নিকট হইতে হাদীসের সনদ প্রাপ্ত হন।
ঐ সালের শায়েখ হোসাইন বিন সালেত মক্কী তাহাঁর পেশানিতে খোদার নূর দেখিতে পান । ঐ সালে মসজিদে হানীফে মাগফিরাতের সুসংবাদ প্রাপ্ত হন। ১২৯৮ হিজরী অনুযায়ী১৮৮১ সালে বর্তমান যুগের ইহুদী ও ঈসায়ী মহিলাদের সহিত বিবাহ হারাম বলিয়া ফতওয়া প্রদান করেন।
আরও দেখুনঃ ইলম ও জিহাদ pdf বই ডাউনলোড
নিচে এশিয়া মহাদেশের ইমাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 23.4 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ মুফতী গোলাম ছামদানী রেজবী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ