এসব হাদীস নয় pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা মানবজাতিকে যত নেয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল নবুওয়ত ও সিলাতের নেয়ামত। যখনই মানুষের হেদায়েতের প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তাআলা মানবজাতির তালীম-তরবিয়তের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবঙ ওহীর মাধ্যমে তাদের হেদায়েত দান করেছেন। নবী ও রাসূল আগমনের এ ধারা বহু বহু কাল অব্যাহত ছিল।
সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এর পরিসমাপ্তি ঘটে। তারঁই মাধ্যমে সর্বশেষ ও সর্বপূর্ণ হেদায়েত দান করা হয়, যা সর্বকালের জন্যই প্রযোজ্য ও যথেষ্ট। তিনি খাতামুন নাবিয়্যীন। তারঁ পরে কোন নতুন রাসূল বা নবী আসবেন না। তারঁ পরে যেকোন ব্যক্তি নবুওয়ত প্রাপ্তির দাবি করবে সে নিঃসন্দেহে কাফের।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এসব হাদীস নয় pdf বই ডাউনলোড
- আমল ও ইবাদত pdf বই ডাউনলোড
- আহলুস সুন্নাহ আল জাম‘আহ pdf বই ডাউনলোড
- আমরা সেই সে জাতি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- সীরাত বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড
যারা তাকে মেনে নেবে তারাও কাফের। আখেরি নবী হযরত মুহাম্মাদ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানবজাতি যে আসমানী তালীম ও হেদায়েত লাভ করেছে, তার দুটি ভাগ- কিতাব ও সুন্নাহ। কিতাব অর্থ আলকুরআন, যা শব্দ ও অর্থ উভয় দিক থেকে আল্লাহ তাআলার কালাম ও ওহী। আর সুন্নাহ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাত।
ও জীবনচরিত্র এবং তারঁ যাবতীয় কথা ও কাজ এবং আদেশ-নিষেধ, যা তিনি আল্লাহ তাআলার রাসূল এবঙ তারঁ কিতাবের শিক্ষকরূপে উম্মতকে প্রদান করতেন, যা সাহাবায়ে কেরাম যথাযথ সংরক্ষণ করে পরবর্তীদের নিকট হুবহু পৌঁছিয়েছেন এবং পরবর্তীরা তা সনদসহ কিতাবে সংরক্ষণ করেছেন। এই নববী আদর্শ, নবব শিক্ষা ও হেদায়েতের নামই হল হাদীস ও সুন্নাহ।
কুরআন তো কুরআনই। এর মাহাত্ম্য ও বৈশিষ্ট্য, এর জ্ঞান অন্তর্জ্ঞান মানুষ কতটুকুই বা জানতে পারে! তবে বিভিন্ন হেকমতের ভিত্তিতে কুরআনকে আল্লাহ তাআলা শরীয়তের আহকাম ও বিধান এবং নীতি ও মূলনীতির উৎস বানিয়েছেন। আর সেসব ধারা ও মূলনীতির ব্যাখ্যা, কুরআন কারীমের উদ্দেশ্যের বাস্তবায়ন, এর উলূম ও মাআারেফের ব্যাখ্যা এবং কুরআনী জীবনের বাস্তবরূপায়নের কাজ হাদীস ও সুন্নাহর মাধ্যমে নিয়েছেন।
সুতরাং হাদীস ও সুন্নাহ হল কুরআনের ব্যাখ্যা ও কুরআনের বাস্তব রূপরেখা। উপরন্তু, কুরআন মাজীদকে অর্থগত বিকৃতির হাত থেকে রক্ষার জন্য হাদীস ও সুন্নাহ হল আল্লাহ তাআলা প্রদত্ত মানদন্ড। হাদীস ও সুন্নাহ ইসলামের রুচি ও প্রকৃতি নির্ধারক এবং এ উভয়ের সংরক্ষকও বটে। এই হাদীস ও সুন্নাহ মাবূদের সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টির মজবুত রজ্জু। এই বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে এসব হাদীস নয় ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 26.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা হুজ্জাতুল্লাহ |
অনুবাদকঃ |