এহইয়াউ উলুমিদ্দীন ২য় খন্ড
এহইয়াউ উলুমিদ্দীন ২য় খন্ড pdf বই ডাউনলোড। বিশেষতঃ এ গ্রন্থটির দ্বারাই ইমাম সাহেব হুজ্জাতুল ইসলাম বা ইসলামের যুক্তিঋদ্ধ কণ্ঠ উপাধিতে বরিত হয়েছেন। সমগ্র উম্মাহ তাকে একজন ইমামের বিরল মর্যাদায় অভিষিক্ত করেছে।
এ মহাগ্রন্থের প্রভাবেই হিজরী ৬ষ্ঠ শতকের সূচনাকালে উসলামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য পট-পরিবর্তন লক্ষ্য করা যায়। নুরুদ্দীন জঙ্গী সালাহউদ্দীন আউয়ুবী প্রমুখ ইসলামের বহু বীর সন্তান-যাদের নিয়ে মুসলিম উম্মাহ গর্ব করে থাকে এঁরা সবাই ছিলেন ইমাম গাযযালীর ভাবশিষ্য এহইয়াউ উলুমিদ্দীন-এর ভক্ত পাঠক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- নবীয়ে রহমত pdf বই
- সীরাতুল মুস্তফা সকল খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
এ অমর গ্রন্থটি এ পর্যন্ত বহু ভাষায় অনূদিত হয়েছে। বাংলাভাষায় এর একটি পূর্ণাঙ্গ অনুবাদ ছাড়া আরও একাধিক খন্ড অনুবাদের প্রচেষ্টা লক্ষ্যগোচর হয়েছে। অগ্রপথিকগনের সেসব মহৎ প্রচেষ্টার প্রতি পূর্ন শ্রদ্ধা রেখেও বলতে চাই এ মহাগ্রন্থটি বাংলাভাষাভাষীগণের সামনে নতুন করে পরিবেশন করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেই আমরা এ কষ্টসাধ্য কাজে হাত দিয়েছি। অবশ্য আমাদের সে উপলব্ধির যৌক্তিকতা বিজ্ঞ পাঠকগনই উদঘাটন করতে পারবেন।
খুব অল্প সময়ের ব্যবধানে গ্রন্থটির চতুর্থ সংস্করন মুদ্রিত হয়েছে দেখে আমরা আনন্দিত। প্রথম ও দ্বিতীয় সংস্ককরণের কিছু ভূলত্রুটির প্রতি অনেকই আমাদের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সংস্করণে যথাসাধ্য যেগুলি সংশোধন করা হয়েছে। যারা এ ব্যাপারে কষ্ট করে আমাদেরকে অবহিত করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞা। আল্লাহ পাক সংশ্লিষ্ট সকলকে এর সুফল দান করুন। এ সংস্করন প্রকাশিত হচ্ছে মদীনা পাবলিকেশন্স থেকে আল্রাহ পাক কবূল করুন।
নিচে এহইয়াউ উলুমিদ্দীন ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মদীনা পাবলিকেশান্স বইয়ের ধরণঃ মাসয়ালা আদব বইয়ের সাইজঃ 22.4 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহঃ অনুবাদঃ মুহিউদ্দিন খান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ