এহইয়াউ উলুমিদ্দীন ৩য় খন্ড
এহইয়াউ উলুমিদ্দীন ৩য় খন্ড pdf বই ডাউনলোড। এহইয়াউ উলুমুদ্দীন-এর মত একটা মকবুল গ্রন্থ যা আজ পর্যন্ত সমগ্র বিশ্বময় সমভাবে নন্দিত জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল জ্ঞান সাধকের নিকটই এ গ্রন্থ সমভাবে সমাদৃত, কোন মানুষের রচিত অন্য কোন বইয়ের ভাগ্যে এরূপ জনপ্রিয়তা লাভ আর সম্ভব হয়েছে বলে আমাদের জানা নাই।
ফলে দুনিয়ার প্রায় সব কয়টি উল্লেখযোগ্য ভাষাতেই এই কিতাবের পূর্ণাঙ্গ বা অংশ বিশেষের অনুবাদ দেখতে পাওয়া যায়। তাই যতই দিন যাচ্ছে কিতাবটির আগ্রহী পাঠক পাঠক সংখ্যার পরিধি ততই বিস্তৃত হচ্ছে। প্রথম দুটি খন্ড বের হওযার পর অনেকেই আমাদেরকে উৎসাহিত করেছেন। নানা ত্রুিট-বিচ্যুতির দিকে দৃষ্টি আকর্ষন করেছেন।
আরও দেখুনঃ আশরাফুল হিদায়া ৩য় খন্ড pdf বই
পরবর্তী সংস্করনগুলি আর ও সুন্দনভাবে পরিবেশন করার জন্য পরামর্শ দিয়েছেন। অনেকে আবার কটু কথা বলে আমাদের উদ্যমকে অবদমিত করারও চেষ্টা করেছেন। উল্লিখিত সবার জন্যই আমাদের আন্তরিক দোয়া আল্লাহ পাক যেন প্রত্যেককেই স্ব স্ব নিয়ত অনুযায়ী প্রতিফল দান করেন। কারন সবার দ্বারাই আমরা উপকৃত হয়েছি। ত্রুটিগুলি শনাক্ত করে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার দিশা লাভ করেছি।
আবার ও বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের জ্ঞান যেহেতু সীমিত এবং তৎসঙ্গে প্রয়োজনরে তুললায় পর্যাপ্ত সময় ও সাজসরঞ্জাম আমাদের নাই তাই মুদ্রনে এমনকি অনুবাদে ভূলত্রুটি থেকে যাওয়াটা মোটেও বিচিত্র নয়। সহদয় সুধীগন মেহেরবানী করে ভূল ত্রুটিগুলি ধরিয়ে দিয়ে অশেষ নেকীর ভাগী হতে পারেন।
আরও দেখুনঃ এহইয়াউ উলুমিদ্দীন ২য় খন্ড pdf বই
নিচে এহইয়াউ উলুমিদ্দীন ৩য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মদীনা পাবলিকেশান্স বইয়ের ধরণঃ মাসয়ালা আদব বইয়ের সাইজঃ 22.4 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহঃ অনুবাদঃ মুহিউদ্দিন খান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ