এ এক অন্য ইতিহাস ২য় খন্ড pdf বই ডাউনলোড। যে কোন জাতির জীবনে অতীত ইতিহাস এতিহ্য এক গুরুত্বপূর্ণ। ও অনুসরণীয় বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়। যদি অতীত ইতিহাসের সাথে অতীত এতিহ্যের আদান প্রদানের ক্ষেত্রে ভিত্তিভূমি বিচ্ছিন্ন হয়ে পড়ে সে ক্ষেত্রে যে কোন জাতির পতন অনিবার্য হয়ে পড়ে। অতীতের প্রতিবিম্বই হচ্ছে বর্তমান।
আর বর্তমান উপহার দিবে ভবিষ্যতকে। এসব চলমান প্রক্রিয়ার কারণেই সব সচেতন জাতি তার অতীত ইতিহাসের পঠন- পাঠনকে যেমন গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গুরুত্ব প্রদান করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল মুকাদ্দিমা প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- আল মুকাদ্দিমা দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
- আল কুরআনের ভাষা pdf বই ডাউনলোড
- শেষ বিদায়ের আগে pdf বই ডাউনলোড
- মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
- নবী রাসুলের জীবনী pdf বই ডাউনলোড
আর তেমনি অতীত ঐতিহ্যের পুরোপুরি সংরক্ষণকেও এক অপরিহার্য বিষয় হিসাবে বিবেচনা করে। সত্যি কথা বলতে গেলে এ ক্ষেত্রে জাতি হিসাবে ইতিহাসের পাতায় আমাদের অবস্থান যথাযথ নয়। আমাদের মুসলমানদের ইতিহাস চর্চা ক্ষেত্রে অবস্থান ক্ষেত্রে বিশেষ আশাহত নয়। কারণ আমরা চারদিক থেকেই ইতিহাসের পাতায় বৈষম্যের স্বীকার।
এরও একাধিক কারণ রয়েছে। এখানে বর্ণনার স্থান নয়। ইতিহাসে সৃষ্ট বিভ্রান্তির দ্বারা আমরা অনেক ক্ষেত্রেই ভিন্ন জাতির বিদ্বেষমূলক প্রচারণায় তাড়িত হয়ে থাকি। তাই এ ক্ষেত্রে ইতিহাসকে আমরা সুষ্পষ্ট করে তোলার প্রচেষ্টা নিতান্তই ক্ষীণ। জাতি হিসেবে এটা আমাদের ইতিহাস সচেতনারই অভাবের পরিচায়ক। বলার অপেক্ষা রাখে না ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ।
এবং চিন্তা চেতনা ভিত্তিক ইতিহাস প্রণয়নে আমাদের সচেতনাতার অভাব আরও প্রকট। যে জাতির অতীত গৌরবের, অতীত শোর্যবীর্যর, অতীত মর্যাদার মহিমা, সে জাতিরই বহু স্মৃতিচিহৃ ইতিমধ্যেই কালের আবর্তে বিলিন হয়ে গেছে। আর অবশিষ্ট যা কিছু আছে তাও।
এখন বিলুপ্তির পথে। এ পরিস্থিতে আমরা জাতি হিসাবে মিথ্যা ইতিহাস মেনে নিয়েছি এবং নতুন ইতিহাস প্রণয়নের প্রচেষ্টা না করে থাকাটাই আমাদের অর্থাৎ এ জাতির জন্য পীড়াদায়কই নয় বরং যন্ত্রণাদায়কও বটে। কোন জাতির স্বচ্ছ পরিচ্ছন্ন ইতিহাস না থাকাটা অনেক ক্ষেত্রে আছে বিভ্রান্তি ও বিদ্বেষপূর্ণ যা অন্যান্য জাতির দ্বারা রচিত।
নিচে এ এক অন্য ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুস সুন্নাহ |
বইয়ের ধরণঃ | সাহিত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 13.2 MB |
প্রকাশ সাল | ২০০৮ ইং |
বইয়ের লেখকঃ | আল্লামা গোলাম আহমাদ মোর্তজা |
বইয়ের অনুবাদকঃ |