ওয়াদা পূর্ণ করা pdf বই ডাউনলোড। নোমান বিন মুনযার নামক আরবের এক বাদশাহ ছিলো, যে বছরে দুটি দিন নির্ধারণ করেছিলো যে, একদিন মানুষের মধ্যে যে তার সাথে প্রথম সাক্ষাৎ করতো তাকে উপহার ও উপঢৌন প্রদান করতো এবং আর একদিন এমন ছিলো, যে সেদিন তার সাথে প্রথম সাক্ষাৎ করতো, তাকে হত্যা করে দিতো।
তে নামক সম্প্রদায়ের এক ব্যক্তি অনাহার অর্ধাহারে অতিষ্ট হয়ে বাইরে বের হলে তার সাক্ষাৎ নোমাক বিন মুনযার এর সাথে সেই দিন হলো যেদিন সে প্রথম সাক্ষাতকারীকে হত্যা করে দিতো এবং সে তার সাথে সাক্ষাৎকত প্রথম ব্যক্তিই ছিলো।
আরও দেখুনঃ ইরাদা ও মহব্বত pdf বই ডাউনলোড
সেই ব্যক্তি যখন নিজের হত্যা সম্পর্কে নিশ্চিত Definite হয়ে গেলো তখন সে বাদশাহকে বললো- আপনি আমাকে এখনই হত্যা করুন বা দিনের শেষভাগে, একই কথা কিন্তু আমার ছোট ছোট শিশু রয়েছে এবং পরিবার পরিজন ক্ষুধার্ত, যদি আপনি আমাকে সামান্য সুযোগ দিতেন তবে আমি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতাম এবং তাদের জন্য ওসীয়ত করে আসতাম।
ওয়াদা দিয়ে ওয়াদা রাখার চেষ্টা করুন।
বাদশাহের তার অবস্থার প্রতি দয়া হলো তখন তাকে বললো- তোমার ফিরে আসার জামানত কে দেবে যে, যদি তুমি ফিরে না আসো তবে তোমার পরিবর্তে তাকে হত্যা করে দেয়া হবে। সেই ব্যক্তি বাদশাহের বন্ধু শরীক বিন আদীর দিকে তাকালো এবং তাকে জামিন Guarantor হওয়ার জন্য আরয করলো। শরীক বিন আদী বললো: আমি তার জামানত দিলাম।
আরও দেখুনঃ ইলম হাসিল সম্পর্কে পূর্বসুরীদের বাণী pdf বই
সুতরাং সেই ব্যক্তি চলে গেলো, সুর্য ঢলে পড়লে বাদশাহ শরীক বিন আদীকে বললো; দুপুর ঢলে পড়েছে কিন্তু এখনো সে এলো না। শরীক বললে; সন্ধ্যা পর্যন্ত সময় রয়েছে। যখন সন্দ্যা হতে চললো তখন বাদশাহ শরীককে বললো- তোমার সময় এসে গেছে সুতরাং এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শরীক বললো- আমি এক ব্যক্তিকে আসতে দেখছি এবং আমার মনে হয় সে তো সম্প্রদায়ের সেই ব্যক্তি।
যদি সে সেই ব্যক্তি না হয় তবে আপনি আমাকে হত্যা করতে পারেন। বাদশাহ তাকে দেখে কিছুক্ষণের জন্য মাথা ঝুকিয়ে নিলো অতঃপর মাথা উঠিয়ে তাকে বললো- হে তে সম্প্রদায়ের ব্যক্তি! তুমি ওয়াদা পূরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে এবং শরীককে বললো- হে শরীক! তুমিও দয়া ও মনুষত্বের চরম উদাহরণ দেখালে।
আরও দেখুনঃ ইয়ারমূকের লড়াই pdf বই ডাউনলোড
নিচে ওয়াদা পূর্ণ করা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.31 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ