কথা সত্য মতলব খারাপ pdf বই ডাউনলোড। কালিমাতু হাককিন উরীদা বিহাল বাতিল-এ কথাটা আরবীতে একটা প্রসিদ্ধ বাগধারা হিসাবে পরিচিতি লাভ করেছে। কথাটা প্রথম বলেছিলেন চতুর্থ খলীফা হযরত আলী রাঃ। এর একটা পটভুমিকা আছে-হযরত আলী রঃ এবং অহী লেখক হযরত মুআবিয়া রাঃ উভয়েই সম্মানিত সাহাবী ছিলেন। তাঁদের মধ্যে ছিল ইজতিহাদের মতপার্থক্য।
তৃতীয় খলীফা হযরত উছমান রাঃ-এর হত্যাকান্ডের বিচারকে কেন্দ্র করে এর সুত্রপাত হয়। এ মতপার্থক্যের মধ্যে ষড়যন্ত্রকারী ছদ্মবেশী একদল মুনাফিক ইন্ধন যোগায়, যাদের অধিকাংশই ছিল ইয়াহুদী। মুসলিম সমাজে ফাটল ধরানোর জন্য সুযোগ বুঝে ওরা নানা রকম ভুল তথ্য ছড়াতো। ওদের একদল যায় হযরত আলী রাঃ-এর সাথে আর একদল যায় হযরত মুআবিয়া রাঃ-এর সাথে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তৃতীয় খলীফা pdf বই ডাউনলোড
- ভাল মৃত্যুর উপায় pdf বই ডাউনলোড
- চোখে দেখা কবরের আজাব pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় দুনিয়ার মহব্বত pdf বই ডাউনলোড
- যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড
হযরত আলী রাঃ শেষ পর্যন্ত ওদেরকে চিহিৃত করে তার দল থেকে খাবিজ করে দেন। এটাই ইতিহাসে খারেজী দল ত্যাগী নামে খ্যাত। ওদের শেন্টাগান ছিল ’ইনিল হুকমু ইন্না লিলন্টাহ’অর্থাৎ আলণ্ঢা ছাড়া আর কারও নির্দেশ চলতে পারেনা। কথাটা কুরআনের একটা আয়াত। খলীফাতুল মুসলিমীন হযরত উছমান রাঃ- এর নৃশংস হত্যাকান্ডের বিচারকে কেন্দ্র করে।
হযরত আলী রাঃ-এবং হযরত মুআবিয়া রাঃ-এর মধ্যে অনুষ্ঠিত সিফফীনের যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন দুইজন মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়, তখনই খারেজিরা এই রাজনৈতিক শেণ্ঢাগানের সৃষ্টি করে। দরদর্শী বিচক্ষণ সাহাবী হযরত আলী রাঃ-এর ভাষায় খারেজীদের এ কথাটা ছিল কালিমাতু হাককিন উরীদা বিহ্বাল বাতিল অর্থাৎ কথাটা সত্য তবে মতলব খারাপ।
কেননা, খারেজিরা এ শেণ্ঢাগানের মাধ্যমে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত তথা সুন্নাহকে অস্বীকার করত। ভাল কথার পেছনেও সে খারাপ উদ্দেশ্য লুকায়িত থাকতে পারে, সত্য কথা বলেও যে বিভ্রান্তি ছড়ানো যায়, তা হযরত আলী রাঃ- এ কথায় সুস্পষ্টভাবে উলেণ্ঢখিত হয়েছে।
সাফ-ছুতরা মন্দ কথা বলে কাউকে প্রতারণা করা, অকপট মিথ্যা দ্বারা মতলব সিদ্ধির তুলনায় বরং এ পথটি বেশ নিরাপদ ও সহজসাধ্য। এভাবে শিকার যেমন খুব দ্রুত সহজে বাগে এনে ফিতনা-ফ্যাসাদ ছড়ানো যায়, আবার নিজেকেও কোন ঝুঁকিতে ফেলতে হয় না। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কথা সত্য মতলব খারাপ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আশরাফ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.0 MB |
কাশ সালঃ | ১৯৯১ সাল |
বইয়ের লেখকঃ | মুহাঃ হেমায়েত উদ্দীন |
অনুবাদকঃ |