কমাশিয়া ২য় সিরিজ pdf বই ডাউনলোড। ঋতু সমূহের পরিবর্তন যদি পোষাক-পরিচ্ছদ ও খাদ্য দ্রব্যাদির পরিবর্তন সাধন করিতে পারে, বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থা ও পৃথিবীর নানা প্রান্তরে প্রাকৃতিক অবস্থার বিভিন্নতা যদি অধিবাসীগণের জীবন ব্যবস্থা ও রাজনীতির উপর প্রভাব ফেলিতে পারে-বৃহত্তর ও জাতীয় উন্নয়নের স্বার্থে আধুনিক জ্ঞান ভান্ডার হইতে যদি নিত্য নতুন পদ্ধতি উদ্ভাবন করা যাইতে পারে।
সংক্ষিপ্ত টীকা ও বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত উপকারী নোট ও শরাহ সমূহের ব্যপক প্রচলন যদি প্রাচীন লেখকগণের সম্পূর্ণ প্রমান্য গ্রন্থ স্থান দখল করার প্রথা আকাবিরীন যুগ হইতে চলিত পারে; তাহা হইলে বর্তমানে ইহাতে অসুবিধার কিছু নাই ।
আরও দেখুনঃ ওয়াদা পূর্ণ করা pdf বই ডাউনলোড
যে আমরা ভারতবর্ষে স্থান ও কালের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রাচীনতাকে এড়াইয়া যাইব এবং প্রয়োজনীয় ও লাভজনক জরুরী বিষয়ের উপর লিখিত গ্রন্থাবলকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করিব। যেগুলি পুরাতন পাঠ্যসূচির কিতাবাদী হিইতে তুলনামূলকভাবে ফায়দা পৌছঁানোর ক্ষেত্রে উন্নতমানের অধিকারী। আমরা কোন ক্রমেরই এহেন ধ্যান-ধারণা ও কর্মপদ্ধতিকে যোগ্য কর্মপদ্ধতি হিসাবে স্বীকৃতি দিতে পারি না ।
যে প্রাচীন কালের কিতাবাদী কেবল পূর্ব পুরুষদের লিখিত অথবা তাহাদের দ্বারা রচিত বা পঠিত হইত বলিয়াই এখনো প্রয়োজনীয় ও গ্রহণীয় হইতে হইবে। আর ইদানীং কালের কিতাবাদী শুধুমাত্র বর্তমান যোগে অথবা স্বল্প দিন পূর্বে রচিত কিংবা পূর্ব পুরুষগণ ঐসব অধ্যায়ন করেন নাই, এই কারণে এই অজুহাতে পরিত্যাক্ত হইবে।
আরও দেখুনঃ ইসলামে মসজিদের ভূমিকা pdf বই ডাউনলোড
রাসূল আকরাম স.র হাদিস এ কথার প্রসিদ্ধ দলীল ও স্বীকৃতি বহন করে যে হুজুর স. যায়েদ ইবনে হারিসাকে ইবরানী ভাষা শিক্ষার নির্দেশ দিয়েছিলেন। আর অনারব। মাধ্যমিক ও উচ্চরত বিভাগের ছাত্রদেরকে বিশ্বের সমসাময়িক ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত থাকিতে হইবে।
সংবাদপত্রের মাধ্যমে মতামত সৃষ্টি, পুস্তক ও প্রবন্ধ রচনা, মন্তব্য লিখা ও প্রচার প্রচারণায় যুগোপযোগি যোগ্যতা অর্জন অত্যন্ত জরুরি। সমসাময়িক নেতৃবৃন্দ ও তাহাদের চিন্তাধারা, মতাদর্শ সম্পর্কে সচেতনতা থাকা শিক্ষার্থীদের জন্য যেহেতু আবশ্যক সেহেতু প্রতিটি মাদরাসায় লাইব্রেরী থাকা নিতান্ত প্রয়োজন।
আরও দেখুনঃ ইলম হাসিল সম্পর্কে পূর্বসুরীদের বাণী pdf বই
নিচে কমাশিয়া ২য় সিরিজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.57 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ