কাজের মাঝে রবের খোঁজে pdf বই ডাউনলোড। সভ্যতা কত এগিয়ে গেল, কত বিস্তৃত হলো মানুষের জয়যাত্রা। মানুষ ডুব দিল অজানা গন্তব্যে, ঢুকে পড়ল দুর্ভেদ্য দুর্গে, জয় করল অনিবার্য অসম্ভবকে। তবু মানুষ ফিরল না ফিরতে চাইল না। মানুষ অজানা গন্তব্যের পথে ছোটে, কিন্তু তার জন্য অবধারিত যে গন্তব্য-মৃত্যু; সেই গন্তব্যের ব্যাপারে মানুষ কত-ই না উদাসীন! কতই-না বেখেয়াল! অথচ েএকদিন তাকে ফিরতে হবে। প্রস্থান করতে হবে সুনিশ্চিত এক মহাগন্তব্যের পানে।
তাকে এমন এক অনিবার্য সত্যের মুখোমুখি হতে হবে, সেখানে তার সকল কর্মযজ্ঞের হিসেব হবে পূণ্য অথবা পাপের নিক্তিতে। হয় সে ভালো, নয় মন্দ। হয় সে মুক্তি পাবে, নয় সে তলিয়ে যাবে এক অসীম অন্ধকারে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুক্ত বাতাসের খোঁজে pdf বই ডাউনলোড
- হে যুবক ফিরে এসো রবের দিকে pdf বই ডাউনলোড
- আল হিজাব pdf বই ডাউনলোড
- সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ pdf বই ডাউনলোড
- শিশুদের আদর্শ নাম pdf বই ডাউনলোড
মানুষের জন্য মুক্তির সব ধারা বর্ণনা করা হয়েছে কুরআন এবং হাদিসের অমিয় বাণীতে। মানুষ সেখানেই যাক, যে পথেই পা বাড়াক, সে দিকেই মোড় নিক-দিনশেষে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা থেকে একবিন্দু পরিমাণও বিচ্যুত হতে পারে না। তাকে ঘুরেফিরে আল্লাহর অসীম অনুগ্রহের অধীন হতে হয়। তবুও তার মাঝে অনিঃশেষ অবাধ্যতা। অহংকার আর অহমিকার অন্তর্জালে সে বিলিয়ে দেয় নিজেকে। ফলে পদস্খলন হয় তার।
এমন ভুলো-মান ভুলে থাকা মানুষগুলোকে জাগাতে, তাদের অন্তঃকরণে অবাধ্যতার যে আবরণ প্রগাঢ় হয়ে আছে তা সরাতে দরকার উদাত্ত, উদ্বেলিত আহ্বান। যাদের হৃদয় আল্লাহর ভয় এবং ভালোবাসা শূন্য, যারা নিজেদের বন্দি করে রেখেছে খেয়াল-খুশির দাসত্বে, তাদের দরকার হৃদয়-নিংড়ানো ভালোবাসাময় আলিঙ্গন। সেই আলিঙ্গনে মুছে যাবে অসত্যের সকল অহমিকা। কেটে যাবে সকল জড়তা, ক্লিষ্টতা আর অন্ধকার। তারা ফিরবে, প্রত্যাবর্তন করবে।
বলা হয়, মানুষের জীবন হলো কাজের সমষ্টি। কাজ এবং কাজের মাঝেই মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। কেমন হবে, যদি সেই কাজগুলোর ভেতরে খুজেঁ ফেরা হয় মহান রবের সন্তুষ্টি? যাপিত জীবনের সকল ব্যস্ততার মাঝেও, সকল আড়ম্বর-অনাড়ম্বর দিবস যাপনের মাঝেও যদি নিজেকে নিবেদিত করা যায় মহান প্রতিপালকের কাছে, কেমন হয় সেই দৃশ্য? কাজের মধ্যে থেকে রবকে খুজেঁ নেওয়ার জন্য।
রবের কাছাকাছি যাওয়ার জন্য সেই প্রেরণা লেখিকার এই বইটি আমার-আপনার-সকলের জন্য বইটি তৃষিত সকল প্রাণকে আলোড়িত-আন্দোলিত করুক। আমরা নিজেদের কাজে-ই নিজেরা দিন-রাত জাগা ব্যস্ততার মাঝে কাটিয়ে দেই!! কিন্তু যেই-মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য কতটুকু করেছি একটু আমরা কি কখনো ভেবে দেখেছি। ওপারের জন্য কতটুকু আমল করেছি। করব কি করে আমরা তো দুনিয়ার ব্যস্ততার মাঝ- থেকেই উঠতে পারি না।
নিচে কাজের মাঝে রবের খোঁজে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 34.9 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | আফিফা আবেদীন সাওদা |
অনুবাদঃ |