কালাপানির আন্দামানে pdf বই ডাউনলোড। আহমদ মুসাকে স্বাগত জানাল হোয়াইট হাউজের চীফ অব প্রোটোকল এ্যালান শেফার্ড। আহমদ মুসাকে নিয়ে বসাল হোয়াইট হাউজের বৈদেশিক উইং-এর ভিভিআইপি কক্ষে। এ কক্ষেই প্রেসিডেন্ড বিদেশী প্রেসিডেন্ড বিদেশী প্রেসিন্ডেন্ট ও প্রধানমন্ত্রীদের সাক্ষাত দেন। আহমদ মুসা বসলে এ্যালান শেফার্ড বলল, মাফ করবেন স্যার, এক মিনিট, আমি আসছি।
কিন্তু তার কথা শেষ না হতেই তার হাতের অয়্যারলেস টেলিফোন বেজে উঠল। ধরল টেলিফোন এ্যালান শেফার্ড। টেলিফোন ধরে শুধু ইয়েস স্যার ইয়েস স্যার বলতে থাকল। সব শেষে বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি স্যার। কথা শেষ করে কল অফ করে দিল এ্যালান শেফার্ড।
আরও দেখুনঃ ইসলামের দৃষ্টিতে হতাশা প্রতিকারের উপায় pdf বই ডাউনলোড
তাকাল সে আহমদ মুসার দিকে। তার মুখে কিছু বিব্রত ভাব। বলল সে আহমদ মুসাকে, স্যরি স্যার। আপনাকে আর একটু কষ্ট করতে হবে। আসুন আমার সাথে। বলে সে ঘুরে দাড়াঁল ঘর থেকে বের হবার জন্যে । আহমদ মুসাও উঠে দাড়াঁল। চলল এ্যালান শেফার্ডের সাথে। এ্যালান শেফার্ড আহমদ মুসাকে নিয়ে এল হোয়াইট হাউজের ডোমেষ্টিক উইং-এ।
সাইমুম সিরিজের একটি পাঠ।
বসাল তাকে ভিভি আইডি কক্ষে। এ কক্ষেই মার্কিন প্রেসিডেন্ট মার্কিন ভিভিআইডি দের সাক্ষাত দেন। আহমদ মুসা বসল। বলল হাসতে হাসতে কোন তৃতীয় স্থানে তো আর যেতে হবে না? এ্যালান শেফার্ডর বিব্রত অবস্থা বাড়ল। বলল স্যরি স্যার। ভুলটা আমারই হয়েছিল।
আরও দেখুনঃ হে আমার মেয়ে pdf বই ডাউনলোড
কিন্তু বুঝতে পারলাম না । বিদেশ থেকে স্বদেশ- এ আসলাম কেন? আহমদ মুসা বলল। স্যার, এটাই তো হবে। আমার মত আপনিও ভুল করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনার স্বদেশ। আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিটক । আপনি তো তোমেস্টিক উইংয়েই আসবেন। বলল এ্যালান শেফার্ড। ও এই কথা । এমন নাগরিক আমি তো প্রতিটি মুসলিম দেশের।
হেসে বলল আহমদ মুসা। স্যার, অন্য অনেক দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রর তুলনা হয় না। মার্কিন নাগরিকরা যে অধিকার ভোগ করে, তা দুনিয়ার অধিকাংশ দেশেই নেই। এ্যালান শেফার্ড বলল। আবার অয়্যারলেস বিপ বিপ করা শুরু করল এ্যালান শেফার্ডের। কথা বলল সে অয়্যারলেস। কথা শেষ করেই সে ঘুরে তার পেছনের দেয়ালের দিকে এগুলো।
আরও দেখুনঃ লন্ডনের ভাষণের দাতভাঙ্গা জবাব pdf বই ডাউনলোড
নিচে কালাপানির আন্দামানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইমুম সিরিজ বইয়ের সাইজঃ 1.42 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ