কালেক্টেড ১৪তম
কালেক্টেড ১৪তম pdf বই ডাউনলোড। আমাদের অনেকেরই মনে হয়, মারা যাওয়ার আগে সম্ভবত আমরা মৃত্যুর একটা আভাস পাবো। কোন স্বপ্ন দেখব বা মনের মধ্যে এমন কোন একটা ভাব আসবে, যেটা ইঙ্গিত দিবে আমার মউত খুব সামনে । আর তখনি আমি নিজেকে সংশোধন করে ফেলব।
বিষয়টি এত সহজ মনে হলেও, আসলে এত সহজ নয়। এ ধরণের নিশ্চিত পূর্বাভাস পাওয়া যাবেই, এমন কোন কথা নেই। তাছাড়া, প্রতিদিন কাছের দুরের কত মানুষের অকস্মাৎ মৃত্যু আমরা দেখি। এর চেয়ে বড় নিমাইন্ডার আর কী হতে পারে।
আরও দেখুনঃ কালেক্টেড ১৩তম pdf বই ডাউনলোড
হাসতে চলতে, খেলা বা বিনোদনের মাঝে অনেক মানুষকেই আমরা আকস্মিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি। এক বন্ধুর কথা এখনো মনে আছে, রাতের বেলা নেপাল ভ্রমনের লম্বা প্ল্যান ফোলে শুনিয়ে সকালে তাকে মৃত পাওয়া যায় বিছানায়। গত কয়েকদিন আগে এক আঙ্কেল জমি রেজিস্ট্রেশন করে ফেরার পথে মারা যান। যে মাটির মালিক হয়েছিলেন, সেই মাটিই হয়ে যায় তারঁ মালিক।
আর জাভেদ ভাইয়ের মুবারক মৃত্যু তো আমাদের চোখের সামনেই । দুনিয়াবি শত ব্যস্ততা দিয়ে সকালে বের হওয়া মানুষটির ব্যস্ততা যখন মুহুর্তেই চিরতরে শেষ হয়ে যায়, হঠাৎই যখন নিথর হয়ে যায় চঞ্চল দেহখানা, বুঝে নিতে হবে, আমার ক্ষেত্রে ও এমনটিই হয়তো ঘটবে।
আরও দেখুনঃ কালেক্টেড ১২তম pdf বই ডাউনলোড
আগামিকাল সম্পর্কে আমাদের আজকের প্ল্যান পরিকল্পনা যেমন, সেই মানুষগুলোর প্ল্যান আজকে নিয়ে এমনই ছিল। একটাই চাওয়া সেই মহান প্রতিপালকের কাছে। আমাদের মৃত্যু যেন তারঁ নাফরমানি অবস্থায় না হয়। মাননীয় আলোকিত মানুষ গড়ার কারিগর তারঁ সাম্প্রতিক একটি লেখায় বাঙ্গালিদের অসুন্দর, খর্বাকার ইত্যাদি বলেছেন।
এটা বর্ণবাদী আচরণ, তাই খারাপ। তারপরও এর কিছু ভালো দিক আছে। এই ইন্ডিয়া অঞ্চলের মানুষদের, বিশেষত পুরুষের স্মরণে রাখা দরকার যে বৈশ্বিক বিচারে, মোটাদাগে তারা আসলেই অসুন্দর। পারসিয়ান, আরব, চিংচং ইউরোপিয়ান, ল্যাটিন, আফ্রিকান, আফ্রিকান- আমেরিকান সবারই সৌন্দর্য একটা প্যাটার্ণ আছে।
আরও দেখুনঃ কালেক্টেড ১১তম pdf বই ডাউনলোড
নিচে কালেক্টেড ১৪তম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 38.7 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ