কালেক্টেড ১৬তম
কালেক্টেড ১৬তম pdf বই ডাউনলোড। এবার আমার স্বামী বললেন, ভাবছি দ্বিতীয় বিয়ে /স্ত্রী বিষয়টা কেমন ? স্ত্রী কেন ? আমি কি খারাপ ? আমি কি যথেষ্ট ভালো নই ? না ,না ,না, ! তুমি আরেক টা বিয়ে করবে , তোমার আরেকজন সঙ্গিনী হবে ।
আমি এটা কখোনোই মেনে নিতে পারি না । সত্যি ই যদি তুমি আরেকজন মহিলাকে বিয়ে করতে চাও ,তো করো তবে মনে রেখো আমি থেকে চলে যাবো । ফিরে এসে তুমি আমাকে আর এখানে পাবে না। এইতো মাএ ক’বছর আগে ঠিক এ কথাগুলোই আমি , বলেছিলাম ,যখন আমার স্বামীর মুখে শুনলাম যে তিনি আরেকটা বিয়ে চান ।
আরও দেখুনঃ কালেক্টেড ১৫তম pdf বই ডাউনলোড
যে মহিলাকে তিনি বিয়ে করতে চাচ্ছিলেন ,সেই মহিলা ছিলেন সদ্য -তালাকপ্রাপ্তা ,4 সন্তানের জননী । খুব কষ্টে নাকি দিন কাটছিলো উনাদের । আমার স্বামী আমাকে ,বললেন ,এ মহিলা এবং তার সন্তানের অবস্থা এতোটাই শোচনীয় যে দুপুর হলো তার বাচ্চাদের জন্য কোথা থেকে খাবার আসবে সেটাও নাকি জানেন না ।
পুরুষের বহুবিবাহ: নারীর স্বার্থহানী নাকি স্বার্থপ্রতিষ্ঠা ?
আমি উত্তরে বললাম ওদের বাবার । ওদের বাবা কোথায় গেছে ? সে কি নিজের বাচ্চাদের দেখাশোনা করতে পারছে না । আর বাবা যদি তার দায়িত্ব পালন না করে তবে একজন বাইরের লোক হয়ে তুমি কেন তার বোজা টেনে বেড়াতে যাবে ? সমাজে কি আর কোন মানুষ নেই যে সব দায়িত্ব তোমাকেই নিতে হবে নিশ্চয় উনাকে সাহায্য করার আরও অনেক চাইলে আথিকভাবে সাহায্য করার আরও অনেক উপায় আছে ।
আরও দেখুনঃ কালেক্টেড ১৪তম pdf বই ডাউনলোড
তোমার তাকে নিয়ে এতো ভাবতে হবে না । তবে তুমি চাইলে তাকে আথিকভাবে সাহায্য করতে পারো । আমি তাতে সম্মন আছি । বিয়ে করার কোন প্রয়োজন নেই । আমি আমার স্বামীর বহুবিবাহ কোনভবেই মেনে নেয়ার কথা নেবার কথা ভাবতে পারিনি । আমার মাথায় শুধু এই চিন্তা ও দৃশ্য ঘুরাপাক খাচ্ছিলো।
আমার আরেকটি বিয়ে করলে আরেকজন নারীর সাথে তাকে ভাগাভাঘি করতে হবে । তার ভালোবাসা ,হাসি ,রসিকতা ,এগুলা আমি ছড়াও আরেকজন নারী উপভোগ করবে ্সে আমাকে ছাড়াও আরেকজনের স্পর্শ করবেই তাকে আদর -সোহাগ করবেই ,ভালোবাসা গল্প শোনাবে । এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।
আরও দেখুনঃ কালেক্টেড ১৩তম pdf বই ডাউনলোড
নিচে কালেক্টেড ১৬তম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 33.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ