কালেক্টেড ২১তম
কালেক্টেড ২১তম pdf বই ডাউনলোড। বান্দার সামনে বান্দা আল্লাহর বিধান লঙ্ঘন করে অথচ রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, ভাতৃত্বের বন্ধন, সৌহার্দ্য ও প্রীতির বন্ধন ছিন্ণ হবে বিধায় বান্দা তাকে শুধরে দেয় না।
বার বার আল্লাহর বিধান লঙ্ঘন হলেও বান্দা স্বাভাবিকভাবে নেয় চোখে টিনের চশমা লাগিয়ে দেদারসে আড্ডায় অংশ নেয় খোশগল্পে মজে যায়, অথচ তার মন খারাপ হবে বলে সীমালঙ্ঘ জেনেও আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে শুধরে দেয় না। এই ভালবাসা ভালবাসা নয়।
আরও দেখুনঃ কালেক্টেড ২০তম pdf বই ডাউনলোড
ভালবাসা বান্দার সকল কাজে সর্মথন করা নং বরং ভুলগুলিকে শুধরে দেওয়াতেও নিহিত রয়। সত্য তিক্ত হলেও এর ফলাফল মিষ্টতার রূপ নেয়। যারা বান্দাকে শুধরে দেয় তারাই প্রকৃত বন্ধু হিসেবে পরিগনিত হয়। ভুল শুধরে দিলে বান্দা আজ বিরক্ত হলেও কাল কিয়ামতের মাঠে ঠিকই প্রকৃত বন্ধু চিনতে পারবে।
যারা তার মন্দকাজগুলিতে বাধা দেয় নাই তাদেরকে ভর্তসনা দিবে, দুনিয়াতে এই সকল গাইরতবিহীন বন্ধু স্বামী, স্ত্রী, কন্যা, পুত্রের বিরুদ্ধে স্বাক্ষী দিবে। অণ্যদিকে ভুল শুধরিয়ে দেওয়া বান্দাদের সহাস্যমুখ দেখে আফসোস করে বলতে থাকবে হায় ! হায় ! অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহন না করতাম।
আরও দেখুনঃ কালেক্টেড ১৮তম pdf বই ডাউনলোড
অহঙ্কার মূলত কি? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাঃ হতে বর্ণিত, রাসুল সাঃ বলেন , যার অন্তরে একটি অনু পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। রাসুল সাঃ এ কথা বলেন এক লোক দাড়িয়ে জিজ্ঞাসা করল, কোন কোন লোক এমন আছে, সে সুন্দর কাপড় পরিধান করতে পছন্দ করে, সুন্দর জুতা পরিধান করতে পছন্দ করে, এসবকে কি অহংকার বলা হবে? উত্তরে রাসুল সাঃ বলেন,
আল্লাহ তাআলা নিজেই সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুন্দর কাপড় পরিধান করা অহংকার নয় । অহংকার হল সত্যকে স্বীকার না করা এবং মানুষকে অবজ্ঞা করা। [মুসলিম ৯১] এ হাদিসে রাসুল সাঃ দুটি অংশে অহংকারের সংজ্ঞা তুলে ধরেন। যেমন হককে অস্বীকার করা, হককে কবুল না করে তার প্রতি অবজ্ঞা করা এবং হক কবুল করা হতে বিরত থাকা।
আরও দেখুনঃ কালেক্টেড ১৭তম pdf বই ডাউনলোড
নিচে কালেক্টেড ২১তম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 51.7 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ