কালেক্টেড ৯ম
কালেক্টেড ৯ম pdf বই ডাউনলোড। তুচ্ছ একটি কারণে এই ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হচ্ছে। সাহাবীরা কারণ জিজ্ঞেস করলে রাসুল সাল্লাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে তার কথা দিয়ে মানুষকে কষ্ট দিতো। সহিত ইবনে হিব্বান।
এ পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ফোরণ ঘটে মানুষের ছোট একটা হৃদয়ে । হয়তো ছোট্ট একটি বাক্যেরই কারণে। অথচ কবরের সেই ভংকর আযাবের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ! যাদেরকে অন্যাভাবে কষ্ট দিয়েছি, তাদের কাছে মাফ চাওয়ার সৌভাগ্য দিন।
আরও দেখুনঃ কালেক্টেড ৮তম pdf বই ডাউনলোড
যাদের কাছে মাফ চাওয়ার সুযোগ নেই, আপনি আপনার পক্ষ থেকে তাদের উত্তম বিনিময় দিন আর আমাদের মাফ করে দিন।সে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। ওয়াজের মঞ্চে উঠলেই কী লাগামছাড়া বক্তব্য দিতে হবে? একটি বক্তব্য শুনলাম, খাদিজা রাদ্বিয়াল্লাহু আনহা নাকি দুইবার তালাক খাইছেন ।
তালাক খাওয়া মানি কী? ! বাংলায় আমরা অসম্মানজনক, তাচ্ছিল্য অর্থে ধরা খেয়েছে, মারা খেয়েছে ইত্যাদি বলি। একজন উম্মুল মুমিনিনের শানে এমন বলা মেনে নিতে পারছি না। দুঃখটা আরও বাড়ে, যখন দেখি এটা একটা ডাহা মিথ্যা কথা। খাদিজা রাদ্বিয়াল্লাহু আনহার আগের দুজন স্বামী ইন্তিকাল করেছিলেন।
আরও দেখুনঃ কালেক্টড ৭ম pdf বই ডাউনলোড
প্রথম জনের কাছ থেকেই তিনি প্রভুত সম্পদের মালিক হন। তালাকপ্রাপ্তা হলে তিনি সম্পদ পেতেন না। দ্বিতীয় জনের ব্যাপারে তালাকের একটা কথা থাকলেও প্রসিদ্ধ হত হলো দুজন স্বামীই ইন্তিকাল করেছিলেন। তিনি কখনও তালাক খাননি। কুষ্টিয়ার আরেক হাইব্রিড বক্তা বলেছে, নবীর কাছে কী বলবেন? উনি নিজেই তো পড়ে আছেন! মাথা ঠিক আছে আপনার?
পড়ে আছেন মানে কী? আপনি তাওয়াসসুল বিরোধী হইতে পারেন। তাওয়াসলুলের বিরোধী অনেকেই আছে। কিন্তু পড়ে আছে এমন বেয়াদবীমুলক কথা বলার অর্থ কী? কিছু লোক ঘরের বাইরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাম ধরে ডাকাডাকি করেছিল বলে আল্লাহ বলেছেন তাদের অধিকাংশই নিবোর্ধ। তারঁ সামনে অনিচ্চায় কয়েকজন সাহাবির গলা চড়ে যাওয়ার আল্লাহ সাবধান করে দিয়েছেন, ।
আরও দেখুনঃ কালেক্টেড ৬ষ্ঠ pdf বই ডাউনলোড
নিচে কালেক্টড ৯ম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 32.7 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ