কাশ ফুশ শুবহাত
কাশ ফুশ শুবহাত pdf বই ডাউনলোড। প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে, তাওহীদের অর্থ ইবাদতকে পাক পবিত্র আল্লাহর জন্যই একক ভাবে সুনির্দিষ্ট কর। আর এটাই হচ্ছে আল্লাহর প্রেরিত রাসুলগণের দ্বীন-যে দ্বীন সহ আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন।
সেই রাসুল গনের প্রথম হচ্ছেন নূহ আলায়হিস সালাম। আল্লাহ তাকেঁ তারঁ কাওমের নিকট সেই সময় পাঠালেন যখন তারা সৎ লোকের ব্যাপারে অতি মাত্রায় বাড়াবাড়ি করে চলে ছিল। আর সর্বশেষ রাসুলে হচ্ছেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এ সব নেক লোকদের মৃর্তি ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ করেন। আল্লাহ তাকেঁ এমন সব লোকের মধ্যে পাঠান যার।
আরও দেখুনঃ উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য pdf বই ডাউনলোড
ইবাদত করত। হজ্জ করত,দান খয়রাত করত এবং আল্লাহকেও অধিক মাত্রায় স্মরণ করত। কিন্তু তারা কোন কোন সৃষ্ট ব্যক্তি ও বস্তুকে আল্লাহ এবং তাদের মাঝে মাধ্যম রূপে দাড়ঁ করাত। তারা বলত, তাদের মধ্যচ্ছতার আমরা। আল্লাহর নৈকট্য কামনা।
করি আল্লাহর নিকট আমাদের জন্য। তাদের সুপারিশ কামনা করি। তাদের েএই নির্বাচিত মাধ্যমগুলো হচ্ছে: ফেরেশতা, ঈসা, মরঈয়ম এবং মানুষের মধ্যে যারাঁ সৎকর্ম শীল আল্লাহ সালেহ বান্দা। অবস্থার এই প্রেক্ষিতে আল্লাহ প্রেরন করলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্ব পুরুষ হযরত ইব্রাহীম আলায়হিস সালাম এর দ্বীনকে নব প্রান শক্তিতে উজীবিত করার জন্য।
আরও দেখুনঃ গণিতের জন্মকথা pdf বই ডাউনলোড
তিনি তাদের জানিয়ে দিলেন যে, আল্লাহর নৈকট্য লাভের এই পথ এবং এই প্রত্যর একমাত্র আল্লাহরই হক। এর কোনটিই আল্লাহর নৈকট্য লাভ-ধন্য কোন ফেরেশতা। এবং কোন প্রেরিত রাসুলের জন্য ও সিদ্ধ নয়। অন্য পরের কথা। তা ছাড়া ঐ সব মুশরিকগণ সাক্ষ্য দিতে যে।
আল্লাহ একমাত্র সৃষ্টি-কর্তা।,সৃষ্টিতে তার কোন শরীক নেই। বস্তুতঃ তিনিই একমাত্র রিযিকদাতা, তিনি ছাড়া রিযিক দেওয়ার আর কেউ নেই। জীবনদাতা ও একমাত্র তিনিই, আর কেউ জীবন দিতে সক্ষম নয়। তিনিই মৃত্যু দেন, আর কেউ মৃত্যু দিতে পারে না।
আরও দেখুনঃ মরণ একদিন আসবেই pdf বই ডাউনলোড
নিচে কাশ ফুশ শুবহাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.20 MB প্রকাশ সালঃ ১৯৯৯ ইং বইয়ের লেখকঃ শা্য়খ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহ হাব রহঃ অনুবাদঃ আব্দুল মতিন সালাফীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ