কিভাবে আল্লাহর প্রিয় হবো pdf বই ডাউনলোড। মানুষ নামক প্রাণীটি কঠোর পরিশ্রম করে, হাড়ভাঙা খাটুনি খেটে, এমনকি সমর্থ্যের সবটুকু বিলীন করে দিয়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সাফল্য ও অগ্রগতির শিখরে আরোহণ করার প্রয়াস পায়। অথচ তুচ্ছ এই পৃথিবীর ভিতই গড়ে উঠেছে নানা বাধা-বিপত্তি, রোগ-শোক ও বালা-মুসিবতের ওপর।
মানবজাতির আয়ুকাল কত অল্প! কি সত্তর বছরের ছোট একটি জীবন। সময়ের এই স্বল্প পুঁজিতে চিরসুখের জান্নাতে মর্যাদার শিখরে আরোহণের জন্য তার বলতে গেলে কিছুই করা হয়ে উঠে না। অথচ আখিরাতের জীবন অনন্ত অসীম, যার কোনো সমাপ্তি নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড
- আল্লাহর প্রিয় বান্দা হবেন কিভাবে pdf বই ডাউনলোড
- ফিতনাতুত তাকফির pdf বই ডাউনলোড
- কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড
- নামাজে মধুরতা আস্বাধন pdf বই ডাউনলোড
বক্ষ্যমাণ রচনাটি হৃদয়ের গভীর থেকে উৎসারিত কিছু ভাবনা, ইঙ্গিত ও শব্দমালার যোগফল, যা আমি বিচিত্র সব উৎসব থেকে সঞ্চয় করেছি। আর যা আল্লাহ আমার অন্তরে ঢেলে দিয়েছেন, তাও এতে সংযোজন করে দিয়েছি। যাঁরা আল্লাহর পথের পথিকদের সুউচ্চ মর্যাদার উন্নীত হতে চায়, এই সংকলনে তাদের জন্য রয়েছে অমূল্যে পাথেয়।
ইবনুল কাইয়িম রা. বলেন, মানুষ দু-ধরনের, উন্নত শ্রেণি ও ইতর শ্রেণি। যে আল্লাহকে পাওয়ার সঠিক পদ্ধতি ও পন্থার সাথে পরিচিত হয়ে গন্তব্যে পৌঁছার পন্থা ও কৌশল অবলম্বন করে, সে উন্নত শ্রেণির আল্লাহর নিকট সম্মানিত ও মর্যাদাপ্রাপ্ত। আর যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা তো দূরের কথা, আল্লাহকে পাওয়ার পন্থার সাথে পরিচিত হওয়ার প্রয়োজনটুকুও অনুভব করে না, সে ইতর শ্রেণির-নিন্দিত ও ঘৃণিত। এই শ্রেণির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন:- অর্থাৎ- আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। {সূরা আল-হজ:১৮}।
-মুমিনের জীবনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনার গুরুত্ব: আল্লাহর মদদ ও ও তাওফিক ব্যতীত মুমিন আখিরাতের মর্যাদার সুউচ্চ শিখরে আরোহণ করতে পারে না। মুসল্লিঘন প্রতিদিন সালাতে প্রার্থনা করেন; অর্থাৎ- আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য চাই। তবে অধিকাংশ লোকই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সঠিক মর্ম উপলব্ধি করতে পারে না। অথচ তা মুমিনের জীবনের অতীব গুরুত্বপূর্ণ। যদি এই সুন্দর বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কীভাবে আল্লাহ প্রিয় হবো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 37.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ খালিদ আল হুসাইনান |
অনুবাদকঃ | হাসান মাসরুর |