কুরআনুল কারীম হিফজ পদ্ধতি
কুরআনুল কারীম হিফজ পদ্ধতি pdf বই ডাউনলোড। বর্তমান যুগে কুফর ও কুফরের দোসরদের লস্ফঝম্প, আধিপত্য বিস্তার ও আগ্রাসী কুটকৌশল সত্ত্বেও ইসলাম তার গতিময়তা ফিরে পাচ্ছে, প্রসারিত হচ্ছে দিদ্বিদিক ইসলামের চেতনা ও আদর্শ।
যার পশ্চাতে মুখ্য ভুমিকা পালন করছে মুসলিম যুবকগণ। বিশেষ করে তাদের কুরআনের প্রদি আগ্রহ, কুরআন তিলাওয়াত করা ও কুরআন হিফজ করার বিষয়টি খুবই আশা ব্যঞ্জক। আল্লাহর কালামের প্রতি তাদের এ আকর্ষণের ফলে আমরা ব্যক্তিতে,সমাজে বরং সর্বত্র সুন্দর পরিবর্তনের আভাস পাচ্ছি।
আরও দেখুনঃ হিন্দু বোনকে ইসলামের দাওয়াত pdf বই ডাউনলোড
তারা কুরআন তিলাওয়াত করছে, কঠোর শ্রম দিয়ে কুরআন। হিফজ করছে, বিশুদ্ধ উচ্ছারণের জন্য মেহনত করছে , যা খুবিই প্রসংসার যোগ্য। তবে এ ক্ষেত্রে সঠিক পদ্ধতির অনুশীলন ও তার নির্দেশনার অভাবে অনেক যুবক মাঝপথে হোচট খায়। তারা অনেক চেষ্টা করা সত্ত্বেও বিশুদ্ধ উচ্চারণ থেকে বঞ্চিত হয়।
আরো বঞ্চিত হয় পূর্ণ কুরআন মুখস্ত ও তা আয়ত্তে রাখা থেকে।আবার কারো কুরআন হিফজ থেকে বিরত থাকা, কারো হিফজ বন্ধ করে দেয়া, কারো আগ্রত থাকা সত্ত্বেও কুরআন হিফজ করার সাহস না করা ইত্যাদি কারণে আমার এ নিবন্ধের অবতারণা। আশা করি আমার এ প্রবন্ধ তাদের কুরআনের প্রতি মনোযোগী করে।
আরও দেখুনঃ ইসলামের নামে জঙ্গিবাদ পর্যালোচনা pdf বই ডাউনলোড
তুলবে এবং কুরআনের ব্যাপারে তাদের যত্নশীল হতে সাহায্য করবে, বিশেষ করে কুরআন হিফজ করার জন্য তাদের অন্তরে উৎসাহ যোগাবে। এ নিবন্ধ স্বার্থক, বাস্তবধর্মী ও ফলপ্রসু কারা জন্য বিভিন্ন জনের পরামর্শ নিয়েছি, এ ব্যাপারে যারা পারদর্শী ও পারঙ্গম তাদের সহায়তা গ্রহন করেছি। অতঃপর প্রবন্ধটি আমি তিনটি পরিচ্ছদে সুবিন্যস্ত করেছি।
ইখলাস অর্জন করা। অর্থাৎ হিফজের মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি কামলা করা। বলে নেয়া ভাল, সালাত, সিয়াম, বায়তুল্লাহ , শরিফের তওয়াফ ইত্যাদি নিবেট এবাদতগুলো কবুল হওয়ার জন্য ইখলাস ও আল্লাহর সন্তুষ্টি জরুরি। তদ্রুপ যেসব জিনিস আমাদের জৈবিক ও শারীরিক চাহিদা পূরণ করে।
আরও দেখুনঃ মাযহাবি উলামা pdf বই ডাউনলোড
নিচে কুরআনুল কারীম হিফজ পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.23 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ