কুরআনে নৈতিক মূল্যবোধ
কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই ডাউনলোড। পূর্ব অথবা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোন পুন্য নেই, কিন্তু পুন্য আছে আলাত, পরকাল, ফেরশতাগণ সমস্ত আসমানী কিতাব এবং নবীগনকে বিশ্বাসকে এবং আল্লাহর ভালবাসায় আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্থ পর্যটক।
সাহায্য প্রার্থীগনকে এবং দাস- মুক্তির জন্য অর্থদানে, যথাযথভাবে সালাত কায়েম করাতে এবং যাকাত দানে এবং প্রতিশ্রুতি পালনে, এবং দুঃখ, কষ্ট ও যুদ্ধের সময় ধৈর্য ধারণে। এরাই তারা, যারা সত্যবাদী এবং মুক্তাকী। [কুরাআন, সুরা আল-বাকারা, ২: ১৭৭]।
আরও দেখুনঃ নামাজের ৫০০ মাসায়েল pdf বই ডাউনলোড
যে সমাজে আমরা বাস করি তার নৈতিক মুল্যবোধ বিকৃত বলা যায়। এ সমস্ত নৈতিক বিধি-বিধান, যা মানুষের স্বার্থান্ধ বৃত্তি এবং লোভের ফসল, তা কেবল স্বার্থপরতা ঔদ্ধত্য, বক্রোক্তি, রূঢ়তা এবং নিষ্ঠুরতা জন্ম দেয়। লোকে বিশ্বাস করে, তাদের জীবমান উন্নত করতে হলে তাদের অন্যকে ফাকিঁ দিতে বা প্রতারণা করতে হবে।
যাই হোক না কেন, এগুলি সে সমস্ত মূল্যবোধ নয় যা আল্লাহ তারঁ সৃষ্টি মানুষের জন্য নির্ধারণ করেছেন। আল-কুরআন মানুষকে মর্যাদাবান, ভদ্র, বিশ্বস্ত, দয়ালু, বিশ্বাসী, পরিপক্ক এবং দায়িত্ববান হতে নির্দেশ দেয়। এমনকি কুরআন আমাদের কাছে বর্ণনা করে কিভাবে আমাদের হাটাঁ উচিত।
আরও দেখুনঃ কুরআন সম্পর্কে মানুষের ধারণা pdf বই ডাউনলোড
তোমাদের মুখ ফিরিয়ে নিও না লোকদের কাছ থেকে অহঙ্কারভরে, আর না চলাফেরা করবে পৃথিবীর বুকে দুর্বিনীতভাবে , নিশ্চয়ই আল্লাহ উদ্ধত অহঙ্কারীকে পছন্দ করেন না। [সুরা লুকুমান, ৩১:১৮] এ কারণে মুমিনরা দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশিত উত্তম নীতিসমূহ কার্যকর করা।
যদিও আজ মুমিনরা দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশিত উত্তম যেখানে এই সমস্ত ঐশ্বরিক নীতিমালা পরিত্যাক্ত হয়েছে। যে কারণে তাদের অন্যন্ত সতর্ক হতে হবে এই বিকৃত ও আদিম সংস্কৃতির আর চিকর প্রভাবের বিরুদ্ধে। তাদের অনবরত নিজেদের বিচার করে চলতে হবে এই সমাজের ভিতরে, যাতে তারা আজকের অঃপতিত সংস্কৃতি দ্বারা প্রভাবিহ না হয়।
আরও দেখুনঃ ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
নিচে কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 1.28 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হারুন ইয়াহিয়া অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ