কুররাতু আইয়ুন ২ pdf বই ডাউনলোড । কুরআন, হাদীস, ফিকহের কিতাবাদিতে যৌন বিষয়ক প্রয়োজনীয়তা ও প্রায়োগিকতার মাঝে বিস্তারিত আলোচনা রয়েছে,যা দ্বীনী ইলমেরই অংশ। “যৌনশিক্ষা” শিরোনাম ব্যবহার করলে তা অহেতুক অনাবশ্যক কৌতুহলের কারণ হয়ে দাড়ায়।
“যৌনশিক্ষা” শব্দটা একবারও উচ্চারণ না করেই ইসলাম তার শিক্ষার মাধ্যমেই মানুষকে যৌন বিষয়ে সচেতন ও শিক্ষিত করে তোলে। গত ১৪০০ বছর ধরে এভাবেই ইসরাম প্রয়োজনীয় সবটুকু যৌনশিক্ষা শিখিয়ে দিয়েছে ও দিচ্ছে – খুব আলতো করে, টেরও পাওয়অ যায় না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুররাতু আইয়ুন pdf বই ডাউনলোড
- লেখা সংকলন ২ pdf বই ডাউনলোড
- হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
- মুক্তবাসিনী ২ pdf বই ডাউনলোড
- ফেরা ২ pdf বই ডাউনলোড
- আদর্শ বিবাহ pdf বই ডাউনলোড
- ইসলামি আকিদা বিষয়ক মাসআলা pdf বই ডাউনলোড
আজ মুসলিম-সমাজেও যৌনশিক্ষা ট্যাবু কেন? যখন থেকে ব্রিটিশরা শিখিয়েছে – ‘ইসলাম ধর্ম হলো, জাস্ট ধর্ম’, সেদিন থেকে আমাদের ধ্বংস শুরু। বৈষয়িক ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে হাদীসের সাথে, আলিম-উলামার সাথে সেদিন থেকে নিঃসম্পর্ক হয়ে গেছি আমরা।
নামাজ-রোজা-হজ্জ এর বাইরে আর কোথাও ইসলাম নেই। বাজার – অর্থব্যবস্থা, বিচার-আইন, লাইফস্টাইল – সবখানে ইসলাম অপাঙক্তেয় হয়ে গেছে সেদিন থেকে।
“ইসলাম মানে আর ‘আত্মসমর্পণ’ থাকেনি, ইসলাম মানে হয়ে গেছে ‘শান্তি’ ”
স্বামী-স্ত্রীর মাঝখানেও যে ইসলাম আছে, আমার আর অঙ্গ-প্রত্যঙ্গের মাঝেও যে ইসলাম দাড়িয়ে আছে, তা আজ স্বীকারেই করে না, এমন মুসলিমও আছে। এ জন্যই শোনা যায় –
“সবকিছুর মধ্যে শুধু ধর্ম টেনে আনিস কেন?”
টেনে আনবো কেন? ইসলাম তো আছেই সব কিছুর মধ্যে। সবি কিছুতে নিজের ইচ্ছাকে দমিয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণকেই তো বলে ইসলাম।
আপনি যদি সঠিক সময়ে সঠিক শিক্ষাটি সন্তানকে না দেন, তবে বেঠিক সময়ে বেঠি লোকে তাকে বেঠিক শিক্ষাটি দেবে। হয় সে বখে-যাওয়অ কোনো বন্ধুর থেকে শিখবে, না হয় ইন্টারনেট তার শিক্ষক হবে, নয়তো কোন পর্নম্যাগাজিন বা কলিকাতা হার্বালের পোস্টার থেকে সে যৌনতা সম্পর্কে ভুল এবং অপ্রয়োগিক জ্ঞান পারে, যার সাথে বাস্তবের কোন মিল নেই।
কোন ‘ইঁচড়ে-পঁচা’ বন্ধু তাকে শেখাবে ‘ডানহাতি স্ক্র নিয়ম’। (সায়েন্সের পোলাপান বুঝবে) ইন্টারনেট তার কাছে বমিযোগ্য কিছু প্রাকটিসকে পবিত্র ও উপভোগ্য করে তুলবে। ফুলবডি মেকাপ ও সিলিকন-জেল-ঢুকানো পর্ণস্টারগুলো স্বাভাবিক নারীদেহ সম্পর্কে তার মনে ভুল প্রত্যাশা গড়ে তুলবে। সার্জারি করে বানানো অতিকায় পুরুষাঙ্গ তার মনে ইনফিরিওটি কমপ্লেক তৈরী করবে।
ভায়াগ্রা খেয়ে ৭ দিন ধরে শুটিং করা ১০ মিনিটের ভিডিও বিয়ে নিয়ে তার মনে অমূলক অহেতুক আশঙ্কা তৈরী করবে।
আর বড়-বড় করে ‘যৌন’ লেখা কলিকাতা হার্বালেরর পোস্টার তাকে বোঝাবে – তোমার শরীর থেকে কী না কী ইম্পর্টেন্ট জিনিস বের হয়ে যাচ্ছে, তু তো গ্যায়া।
নিচে কুররাতু আইয়ুন ২ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আসলাফ |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 54.3 MB |
প্রকাশ সালঃ | 2020 |
বইয়ের লেখকঃ | ডা. শামসুল আরেফীন |
অনুবাদঃ |