কেন আমি ইহুদি নই pdf বই ডাউনলোড। আমার তাত্ত্বিক যাত্রার শুরুটাকে ব্যাখ্যার সুবিধার্থে সুপরিচিত একটি কৌতুকের অবতারণা করা যাক। প্যারিসের শহরতলীর ছোট্ট মুহাম্মাদকে সবাই বেশ প্রতিভাধর মনে করে। সে শুধু অঙ্কশাস্ত্রেই অপরাজেয় নয়; বরং ফরাসিতেও তুখোর ছিল। এক চমৎকার দিনে শিক্ষক তাকে জিজ্ঞাসা করেন, ‘আমি কি তোমাকে পিয়ের ডাকতে পারি?’
এটা শুনে বালক মুহাম্মাদের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। প্রবল আগ্রহে সে এই প্রস্তাবে সাড়া দেয়৷ সেদিন ঘরে ফেরার পর মুহাম্মাদ ওরফে পিয়েরকে তার মা বলে, “মুহাম্মাদ, সুপারমার্কেট থেকে দুই বোতল দুধ নিয়ে এসো’। শিশুটি অস্বীকৃতি জানায় এবং উত্তর দেয়, তাকে যেন এখন থেকে ‘পিয়ের’ ডাকা হয়। সেদিন সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে তার বাবা তাকে ফ্রিজ থেকে পানি আনতে বলে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
বালকটি আবারও অস্বীকৃতি জানায় ও তাকে যেন ‘পিয়ের’ ডাকা হয় সেই দাবি করে। তার বাবা উঠে এসে তাকে একটা থাপ্পড় দেয়৷ দুর্ঘটনাবশত হাতের আংটির কারণে ছেলেটির চেহারায় একটি আঁচড় লাগে৷ পরদিন সকালে ক্লাসে গেলে শিক্ষক তাকে জিজ্ঞাসা করেন, ‘পিয়ের, তোমার চেহারায় কী হয়েছে?’ বালকটি উত্তর দেয়, ‘আরবরা আমাকে মেরেছে!’
নিঃসন্দেহে গল্পটি ফরাসিদের তৈরি, আরবদের নয়৷ এই গল্প থেকে ফরাসি জাতীয়তাবাদের ‘উদার’ চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক উভয় বিষয়ই জানা যায়। বিচ্ছিন্নতাবাদী মাত্রার কারণে ইসরায়েল রাষ্ট্রের পরিচয় নীতির বেলায় এই কৌতুকটি খাটে না। পরিচয়ের ধারণা, অর্থাৎ এটি ব্যক্তির যে ভাবমূর্তি প্রকাশ করে, সামাজিক বিভাজনের যে ঝুঁকি বহন করে, এর কল্পিত মাত্রা, অন্যদের ওপর প্রত্যক্ষ নির্ভরতা এবং ব্যক্তির দ্বারা একে পরিবর্তনের সামর্থ্য ও অক্ষমতার ওপর আলোকপাত করতেও এটি আমাদেরকে উদ্দীপিত করে।
নিজের অস্তিত্বের একেবারে শুরুতে প্রতিটি মানুষই আত্মপরিচয় অর্জন করে, যা তাদের পরিপার্শ্বের স্বীকৃতি চায়। তুচ্ছ শোনালেও আমাকে এটা স্মরণ করতে হবে৷ স্থায়ীভাবে অন্যদের নিরীক্ষণের সংস্পর্শে আসার মাধ্যমে ‘ইগো’ নিজের একটি পরিচয় নির্মাণ করে। মানুষের সার্বজনীন মানসিক চাহিদার (যা নিয়ত ও ইতিহাসজুড়ে বিরাজমান) প্রতি এই পরিচয় সাড়া দিলেও এর রূপ ও প্রকরণ একদিকে যেমন প্রাকৃতিক বিষয়ের (লিঙ্গ, বৰ্ণ, উচ্চতা ইত্যাদি) ওপর নির্ভর কর।
তেমনই নির্ভর করে বাহ্যিক বিষয় তথা পারিপার্শ্বিক সামাজিক অবস্থার ওপর৷ ব্যক্তির আচরণ ও অন্যদের ওপর নির্ভরতার প্রকৃতির ওপর ভিত্তি করে সবসময় পরিচয় গড়ে ওঠে। আমরা এই পরিচয় বহন করি এবং এটি ছাড়া বাঁচা অসম্ভব৷ কারও পরিচয় অন্যদের কাছে গ্রহণযোগ্য না হলেও তা যোগাযোগের সূত্রপাত ঘটায়।
নিচে কেন আমি ইহুদি নই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ফাউন্টেন পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শ্লোমা স্যান্ড |
বইয়ের অনুবাদকঃ | ইয়াসিন আরাফাত |