কেন ধূমপান করেন pdf বই ডাউনলোড। সন্দেহ নেই ধূমপান ভয়াবহ ব্যাধি, নীরব ঘাতক ও জীবন ধ্বংসকারী বদ-অভ্যাস। ধূমপানের ক্ষতি অপূরণীয় এবং তার পরিণতি খুব খারাপ। এসব দ্রব্য উৎপাদন করা, বিক্রি করা ও প্রচার করা জঘন্য অপরাধ। কঠিন সত যে, মানব জাতির বৃহৎ এক অংশ তার ফাদেঁ আটকে গেছে।
তাদের মস্তিস্ক তার নেশায় রীতিমত অভ্যস্ত। ধূমপান তাদের অন্তরকে গ্রাস করেছে। তাই ধুমপান ত্যাগ করা তাদের জন্য কঠিন ঠেকছে। তার থেকে মুক্তি হওয়া তাদের অন্তরের পরীক্ষায় পরিণত হয়েছে। এ কথা ঠিক যে, অনেক ধূমপায়ী এখনো জীবন্ত অন্তরের অধিকারী ইসলামী মূল্যবোধে আপ্লুত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বলুন এটাই শেষ সিগারেট pdf বই ডাউনলোড
- মদপান ও ধূমপানের অপকারিতা pdf বই ডাউনলোড
- মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- দ্যা গ্রেটেস্ট ন্যাশন-৫ম খন্ড pdf বই ডাউনলোড
তাদের অন্তরে রয়েছে কল্যাণের প্রটি চান ও ধাবমানতা। তাদের হৃদয় ইসলাম ও মুসলিমের মহব্বতে পরিপূর্ণ। হ্যাঁ তারা ধূমপান ব্যাধিতে আক্রান্ত, তারা ধুমপানের অনিষ্ট ও ধ্বংসের মুখোমুখি। এ কথাও ঠিক যে, অনেক ধূমপায়ী ধূমপানের বিভীষিকা অস্বীকার করেন না, শরীর ও স্বাস্থ্যের ওপর তার অনিষ্ট সম্পর্কে তাদের কোনো সন্দেহ নেই। বরং তাদের অনেকে ধূমপান ত্যাগ করার ইচ্ছা লালন করেন, অতি শীঘ্র ছেড়ে দেব” বলেন ও তার থেকে মুক্তির পথ খোজেঁন।
অধূমপায়ী ভাইদের ওপর তাদের হক তাদেরকে সাহায্য করা, তাদের হাত ধরে ধূমপান ত্যাগ করানো, যেন তারা এ ব্যাধি থেকে নাজাত পায়। একটি বাস্তব হল ধূমপান সম্পর্কে লেখার পূর্বে প্রত্যেক লেখক দ্বিধা করেন লিখবেন কি-না, কারণ এ বিষয়ে অনেকে লিখেছেন। আমি যদি বলি যেসব বিষয়ে অধিক লেখালিখি হয়েছে তার মধ্যে ধূমপানের বিষয়টি অন্যতম, তাহলে মনে হয় বাড়াবাড়ি হবে না।
এতদ সত্যেও ধূমপানের অনিষ্ঠ দিনদিন বেড়েই চলেছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাই বারবার লেখা, বিভিন্ন ভাবে লেখা সময়ের দাবি এবং পরিবার, সমাজ ও জাতির সুরক্ষার প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে। আশা করি এভাবে ধূমপানের আগ্রাসন হ্রাস পাবে, ধপমায়ীরা সচেতন হবেন। এসব উপদেশ তারা অন্তর দিয়ে শ্রবন করবেন এবং ধূমপান ত্যাগ করার মহৎ ব্রত গ্রহণ করবেন।
এ প্রেরণাই আমাকে উৎসাহ দিয়েছে, বরং কলম হাতে সামনে অগ্রসর হতে বাধ্য করেছে। তাই আমি ধূমপায়ী ভাইদের অবস্থা পর্যবেক্ষণ করা আরম্ভ করি, এ সম্পর্কে আলেম, চিকিৎসক ও স্বাস্থ্যবিদদের লেখা ও বাণী অনুসন্ধান শুরু করি। যাইহোক আমরা ইতিমধ্যে অনেক কিছু জানলাম এবং বুঝলাম আসলে ধূমপান না করে আমরা ওইসময় টুকু আল্লাহকে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এই দুনিয়াতেও শান্তি ওইপারে আখেরাতে চিরস্থায়ী শান্তি। বইটি যদি সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কেন ধূমপান করেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ধুমপান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.28MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মদ ইবরাহীম আল-হামদ |
অনুবাদকঃ | সানাউল্লাহ নজির আহমদ |