কে বড় লাভবান
কে বড় লাভবান pdf বই ডাউনলোড। কে বড় ক্ষতিগ্রস্ত বইটি বের করার পর থেকেই কে বড় লাভবান নামে একটা বই বের করার আশা করেছিলাম। অনেক দ্বীনি ভাই এই নামে একটি বই বের করার জন্য অনুরোধও করেছেন।
আমি ঐ নামে একটি বই লেখার আশা পোষণ করে আসছিলাম এবং মনে মনে ভাবছিলাম কে বড় লাভবান হতে পারে ও কি করলে বড় লাভবান হওয়া যয়ায়? মানুষতো মনে করে দুনিয়াতে নগদ কিছু পাওয়ার নামই লাভবান হওয়া।
আরও দেখুনঃ বক্তা ও শ্রোতার পরিচয় pdf বই ডাউনলোড
আর লাভবান হওয়া আশায় মানুষ পরিবার-পরিজন নিয়ে মনে-প্রাণে চেষ্টা করে স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ তাকে মূল্যায়ন না করে তার মাধ্যমে নগদ কিছু পাওয়ার আশায় উপার্জনের যে কোন ক্ষেত্রে পাঠাতে প্রস্তুত হচ্ছে। বড় লাভবান হওয়ার আশায় মানুষ ছেলেমেয়ের পিছনে প্রচুর পরিমাণে অর্থ খরচ করছে। মানুষের উপার্জনের অবস্থা দেখে মনে হচ্ছে মানুষ যে কোন মূল্যে বড় লাভবান হতে চায়।
আপনি লাভবান হতে হলে অবশ্যই এক আল্লাহ একত্ববাদ শিক্ষার করুন এবং তার ইবাদত করুন।
এখন দেখছি সৃষ্টি ও স্রষ্টা সকলেই বড় লাভবান হওয়ার কথা বলে। এজন্য আমরা জানতে চাই কে বড় লাভবান? কিভাবে বড় লাভবান হওয়া যায়? কুরআন ও ছহীহ হাদীছে বড় লাভবান হওয়ার পথ ও পন্থা থাকা সত্ত্বেও মানুষ জাল-যঈফ হাদীছ, মিথ্যা কাহিনী ও মিথ্যা তাফসীরের ভিত্তিতে বড় লাভবান হতে চায়, যা অসম্ভব ও অবাস্তব।
আরও দেখুনঃ ইবাদতের পরিধি pdf বই ডাউনলোড
মানুষ বড় লাভবান হওয়ার আশায় জাল-যঈফ হাদীছের মাধ্যমে বেশী বেশী আমল করে জান্নাত কিনতে চায়। অথচ কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত পন্থায় রাসুল রাঃ-এর যথাযথ অনুসরণ ছাড়া ইবাদতের পরিনাম জাহান্নাম। রাসুল সাঃ-এর যথাযথ অনুসরণ ছাড়া মানুষের ফরয, নফল কোন ইবাদতই আল্লাহর নিকট কবুল হয় না ।
রাসুল সাঃ-এর যথাযথ অনুসরণ ছাড়া বেশী বেশী সালাত, ছিয়াম ও তাসবীহ তাহলীলকারীকে রাসুল ছাঃ হত্যা করার আদেশ দিয়েছেন এবং এমন ইবাদত গুযার ব্যক্তিদেরকে যারা হত্যা করবে তারা সবচেয়ে বেশী নেকীর অধিকারী হবে বলে সিদ্ধন্ত পেশ করেছেন । এজন্য এ বইটিতে ছহীহ হাদীছের মাধ্যমে রাসুল ছাঃ-এর যথাযথ অনুসরণ করে অধিক আমল করার নমুনা যথাসাধ্য পেশ করা হয়েছে।
আরও দেখুনঃ প্রশ্নোত্তরে ইসলামি জ্ঞান pdf বই ডাউনলোড
নিচে কে বড় লাভবান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.67 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ আব্দুর রাযযাক বিন ইউসুফ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ