কোয়ান্টাম কালচার বিজ্ঞান ও ইসলাম pdf বই ডাউনলোড। আচ্ছা আপনি কি কোয়ান্টাম শব্দটি শুনেছেন? যদি শুনে থাকেন তবে নিশ্চয়ই ভাবছেন যে আমি এখনই কোয়ান্টাম মেকানিক্সের কথা বলব। আসলে ব্যাপারটি তা নয়। শিরোনামে কোয়ান্টাম শব্দটি থাকলেও আমার এই লেখার বিষয়বস্দু কিন্তু কোয়ান্টাম মেকানিক্স নয় বরং কোয়ান্টাম ফাউন্ডেশন।
যারা কোয়ান্টাম ফাউন্ডেশনের নাম শুনেছেন তাদেরকে তো আর এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর যারা এর নাম শোনেননি বা এই ফাউন্ডেশন সম্পর্কে যাদের কোন ধারনাই নেই-তাদের ঘাবড়ানোর কিছু নেই, এই লেখাটি পড়তে থাকুন- আশাকরি জানত পারেবেন।
আরও দেখুনঃ প্রেসপেক্টাস pdf বই ডাউনলোড
মনে প্রশ্ন আসাই স্বাভাবিক যে এই ফাউন্ডেশন নিয়ে এত বড় লেখা লিখার কী দরকার ছিল। কোয়ান্টাম ফাউন্ডেশনের বেশ কিছু ব্যাপার আমার কাছে গড়বর লাগছে। এত বেশি গড়বড় লাগছে যে ব্যাপারগুলো আমার জন্য ইজম করা বেশ কষ্টকর হয়ে পড়েছে, এই লেখাটি সেই বদহজমেরই ফলাফল।
লেখার গুরুত্বে কিছু ব্যাপার খোলসা করে বলে ফেলি। বিজ্ঞান প্রিয় একজন মানুষ, কোন বিজ্ঞানী নই। তাই একজন বিজ্ঞানীর চেয়ে আমার বিজ্ঞান বিষয়ক জ্ঞান অনেক কম হবে সেটাই স্বাভাবিক। আমি আস্তিক এবং ধর্মবিশ্বাসে মনেপ্রাণে একজন মুসলিম, চেষ্টা করি জীবনের সব ক্ষেত্রে কুরআন-সুন্নাহ মেনে চলতে, তবে আমি কোন মুসলিম পন্ডিড নই কিংবা ইসলাম নিয়ে আমার অগাধ জ্ঞান নেই।
আরও দেখুনঃ অপরাধী ও পুলিশ pdf বই ডাউনলোড
আমার এই লেখায় বিজ্ঞা ও ইসলাম নিয়ে যা কিছু চলে এসেছে তার সবই আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ। আর এই সীমাবদ্ধতাকে পাকপোক্ত করার জন্য বিভিন্ন রেফারেন্স ও ব্যবহার করা হয়েছে, যেখানে রেফারেন্সগুলো ব্যবহার করা হয়েছে সেখানে নাম্বার দিয়ে রেফারেন্সগুলো উল্লেখ করা হয়েছে।
আর লেখায় ব্যবহৃত কোয়ান্টাম মেথড সংক্রান্ত সকল তথ্য কোয়ান্টাম ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং তাদের প্রকাশিক বিভিন্ন বই থেকে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সবগুলো বইয়ের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে। তাহলে তো জানা যাবে যে বিজ্ঞান ও ইসলাম এই পর্যন্ত কত কি করেছেন। আমারা সর্বপ্রথম বিজ্ঞান নিয়েই আলোচনা শুরু করা যাক।
আরও দেখুনঃ খান জাহান আলী রঃ pdf বই ডাউনলোড
নিচে কোয়ান্টাম কালচার বিজ্ঞান ও ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ