খারেজী করা
খারেজী করা pdf বই ডাউনলোড। রাসুল সা. খারিজীদের আলামতে কি ধরনের তাকফিরীর শর্তারোপ করেছিলেন? খারেজী কারা? কোথায় তারা? রাসুল সাঃ এর মুজিযাহপূর্ণ একটি হাদিস দ্বারা চুলচেড়া বিশ্লেষণ ও বর্তমান মুসলিমদের অবস্থান ।
ভুমিকাঃ খুবই সহজভাবে বলা যায় যে, তাকফিরী করলেই খারেজী হবে, এ কথাটি পবিত্র কুরআনের কোন আয়াতে উল্লেখ নেই, না কোন হাদিসে । ১ম যক্তি- খারেজিরা তরুন ও বালক হবে।
আরও দেখুনঃ হারাম গনতন্ত্র pdf বই ডাউনলোড
আমরা প্রথমে দেখব এই কথাটির উৎস কি তারা খারেজিদের এই চিহৃটি ইসলামিক ষ্টেট এর দিকে নিসবত বা ঈংগিত করেনা কেন উত্তরেঃ- ১ম হাদিস আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন, রাসুল সাঃ বলেছেন, নির্বোধ ও অজ্ঞ তরুনদের হাতে সর্বপ্রথম উম্মতের উপর বিপর্যয় নেমে আসবে।
খারেজী মুলত তরুন ও বালকদের জন্য যথার্থ।
এসব কোরাঈশী যুবক মুয়াবিয়্যাহ রাঃ এর শাসনামলের থেকেই আত্মপ্রকাশ করবে।২য় হাদিস হযরত আবু হুরায়রা রাঃ মদিনার বাজারের উপর দিয়ে গমন কালে এই দোয়া পড়তেন, অর্থঃ হে আল্লাহ হিজরী ষাট পর্যন্ত আমাকে জীবিত রেখনা, সাবধান! মুয়াবিয়্যাহর শাষনকে তোমরা অব্যাহত রাখো । ইয়া আল্লাহ, বালকদের শাষনকাল পর্যন্ত আমাকে জীবিত রেখনা ।
আরও দেখুনঃ সন্তান জন্মের পর করনীয় pdf বই ডাউনলোড
৩য় হাদিস, রাসুল সাঃ বলেন, বুন উমাইয়্যার এক ব্যক্তীই সর্বপ্রথম আমার অণুসৃত নীতির পরিবর্তন সাধন করবে। ইমাম বায়হাক্বী মনে করেন, এই হাদিস দ্বারা ইয়াযিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকেই বুঝানো হয়েছে। কেননা এটি বনু উমাইয়া নসব থেকে । মারওয়ান বলেন, কতৃত্ব পাওয়ার আগে তারা আমাদের মুসলিমদের জামাতের সাথেই আছে। আল্লাহ সুবঃ এর লানত ঐ তরুনদের উপর।
আবু হুরায়রা রাঃ বলেন, আমি যদি তাদের নাম, গোত্র, উল্লেখ করতে চাই, তবে আমি নাম ধরে ধরে বলতে পারব যে, তারা অমুক গোত্রের অমুক অমুক । (আহমাদ ) এ হাদিসের রাবি, আমর রঃ বলেন, আমি আমার পিতা, ইয়াহইয়া ও দাদা সাঈদ সহকারে বনু মারওয়ানের নিকট যাই। দেখতে পেলাম যে, তারা বালকদের শপথ পান করাচ্ছে বায়াত নিচ্ছে, উল্লেখ্য যে মুয়াবিয়া রাঃ হিজরী ৬০ সনেই ইনত্বেকাল করেন ।
আরও দেখুনঃ ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই ডাউনলোড
নিচে খারেজী করা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.33 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ