খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধান
খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধান pdf বই ডাউনলোড।বিচার ব্যবস্থা হচ্ছে বিচারকদের কর্তৃক বাধ্যতামূলক রায় প্রদানের ক্ষমতা। এটি মাণুষের মাঝে বিবাদ- বিসম্বাদের নিরসন করে, জনগোষ্ঠীর অধিকার বুলুন্ঠিত হয় এমন কর্মকান্ড প্রতিরোধ করে এবং এবং জনগন ও শাসন ব্যবহার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মর্ধকার বিবাদ নিরসন করে, তা শাসক বা কর্মচারী যার সাথেই হোক না কেন।
এ সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে খলীফা সহ তার অধীনস্ত সকলে অন্তর্ভুক্ত। খলীফা প্রধান বিচারপ্রতি নিয়োগ দেবেন। এই বিচাররকে অবশ্যই একজন মুসলিম পুরুষ, বালেগ, প্রকৃতস্থ, মুক্ত, এবং ন্যায়পরায়ণ হতে হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধান pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- ছুটে চলা জহরত pdf বই ডাউনলোড
- খিলাফাহ বিলুপ্তির শত বছর pdf বই ডাউনলোড
তাকে অবশ্যই একজন বিচারকও হতে হবে। তিনি প্রশাসনিক নিয়মের মধ্যে থেকে যে কোন বিচারকে নিয়োগ প্রদান, বরখাস্ত কিংবা তাকে নিয়মানুবর্তী করতে পারবেন। বাকী কর্মচারীগণ বিচার বিভাগের প্রশাসনিক শাখার অধীনে নিয়োগপ্রাপ্ত হবেন।
রাষ্ট্রে তিন ধরণের বিচারক থাকবেন:
১. কাজী আল খুসুমাত, যিনি জনগণের মাঝে লেনদেন ও শাস্তি সংক্রান্ত বিষয় মীমাংসা করবেন।
২. কাজী আল হিসবা (মুহতাসিব) যিনি জনগণের অধিকার সংক্রান্ত আইনভঙ্গের বিচার করবেন।
৩.কাজী আল মুহকামাত আল মাজালিম, যিনি জনগন ও শাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যকার বিবাদ মীমাংসা করবেন।
কাজী আল খুসুমাত এবং মুহতাসিব-কে সমগ্র রাষ্ট্র জুড়ে বিচারের রায় প্রদাণের জন্য সাধারণভাবে নিয়োগ দেয়া যেতে পারে অথবা তাদের নিয়োগদান যে কোন একটি নির্দিষ্ট স্থান বা মামলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। মাজালিম আদালতের বিচারকদের নিয়োগদান কোন নির্দিষ্ট মামলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে না।
তবে তাদের নিয়োগ সমস্ত রাষ্ট্র জুড়ে বা একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। আদালতের সেশন ছাড়া একজন বিচারক রায় ঘোষনা করতে পারবেন না। শপথ ও স্বাক্ষ্যপ্রমণ কেবলমাত্র যথাযথ আদালতের সেশনের মাধ্যমেই বিবেচনা করা যাবে।
নিচে খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 1.36 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ