খুৎবাতে মাদানিয়্যাহ pdf বই ডাউনলোড। যাঁরা ইসলামী দাওয়াতের কাজ করেন, যাঁদের সমাজের সামনে দু-চারটি ইসলামের কথা বলতে হয়, যাঁদের জুমআর মিম্বরে উঠে খুতবা দিতে হয়, তাদেরকে সহযোগিতা ও উৎসায়িত করার জন্য এবারের এই লেখা। এই বইয়ে অবশ্য আমার মনের সম্পূর্ণ কথা প্রকাশ করতে পারিনি।
কারণ তাতে তার কলেবর বৃদ্ধি হতো এবং নতুন খতীবের কাছে তা দুদীর্ঘও মনে হতো। সুতরাং অনেক বিষয়ে কেবল পয়েন্ট নোট করেছি এবং কুরআন-হাদীস উল্লেখ করে ছেড়ে দিয়েছি। অবশ্য প্রয়োজনে খতীব তার ব্যাখ্যা করে সবিস্তারিত আলোচনা করতে পারবেন। আর কিছু বিষয় আছে, যা অন্য বই থেকে উদ্বৃত করা হয়েছে, যাতে খুতবার এই বইটিও উক্ত বিষয় -সমৃদ্ধ হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাহাবায়ে কেরামের গল্প pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ফিলিস্তিনের আকাশ pdf বই ডাউনলোড
- স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ২য় খন্ড pdf বই ডাউনলোড
জুমআর খুতবা যেমনভাবে দিতে হয়, ঠিক সেই ভাবে প্রত্যেকটি খুতবা লিখলে, বই মোটা হয়ে যাবে এই আশঙ্কায় কেবল মূল বিষয় আলোচিত হয়েছে। অবশ্য তার নিয়মে শুরুতেই বলে দেওয়া হয়েছে। খতীব সাহেব খুতবাহ মাসনূনাহ আরবীতে পাঠ করার পর মূল আলোচ্য বিষয় পরিবেশন করতে পারেন।
যেমন আলোচ্য বিষয়টিকে দুই ভাবে ভাগ করে উভয় খুতবাকেই আলোচনা সমৃদ্ধ করার ব্যাপারটিকেও তারঁ দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সময় বুখে এক একটি বিষয় নির্বাচন করে পরিবেশন করবেন। খুতবা চলাকালে সময়ের খেয়াল রাখবেন উপস্থিত জামাআতের সুবিধা, অসুবিধা লক্ষ্য রাখবেন দরূদ ও দুআর যথার্থ খেয়াল রাখবেন। আল্লাহ চাইলে তার দ্বারা জামাআতের প্রভুত কল্যাণ সাধিত হবে।
খেয়াল রাখবেন। আল্লাহ চাইলে তারঁ দ্বারা জামাআতের প্রভুত সাধিত হবে। আমার উপদেশ হল, কুরআনের আয়াত ও হাদীস ভাল মতো মুখস্ত করে পরিবেশন করবেন। আর মুখস্ত করার শক্তি বা সময় না থাকলে ছোট কাগজে নোট করে খুতবা দেবেন। তাতে অনেকে আপনাকে ছোট ভাবতে পারে, তবুও যেন মূল বিষয় ছেড়ে অনেক বিষয়ে আবোল-তাবোল বলে যায়, তার চাইতে আপনি অনেক বড়। আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বলারও সঠিক পথে চলার তাওফীক দান করুক আমিন।
নিচে খুৎবাতে মাদানিয়্যাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজ | 45.5 MB |
প্রকাশ সালঃ | সাল |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী |
বইয়ের অনুবাদকঃ |