খোলাফায়ে রাশেদীনের ৬০০ ঘটনাবলী
খোলাফায়ে রাশেদীনের ৬০০ ঘটনাবলী pdf বই ডাউনলোড। তিনি হযরত আব্দুল্লাহ বিন উসমান বিন আমির আল কোরাইশী.. আবু বকর বিন আবু কুহাফা আত্তাইমী রাঃ। যিনি রাশেদিনের প্রথম খলিফা ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবীদের মধ্যে একজন। ইসলাম গ্রহনে তিনি ছিলেন অগ্রগামীদের একজন। যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহন করেছিলেন।
দ্বীনের কাজে সম্পদ ব্যয়ে ও কষ্ট স্বীকার তিনি কোনোরূপ কার্পণ্য করেননি। রাসুল সাঃ-এর সকল বিপদে পাশে থেকে তারঁ বিপদগুলো তিনি বীরের মতো প্রতিহত করেছেন। তারা। দ্বারা আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতিকে রক্ষা করেছেন।
আরও দেখুনঃ আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
আর তাঁকে দৃঢ় বিশ্বাস ও পরিপূর্ণ ঈমান দান করেছেন। তিনি মুসলমানদের অনুকরনীয় আদর্শবান লোকদের মধ্যমণি। সারা জীবন তিনি মুনাফিক ও মুরতাদদের বিরুদ্ধে লড়ােই করে গেছেন। ঐতিহাসিক আমুল ফিলেন আড়াই বছর পর হযরত আবু বকর রাঃ মক্কায় জন্মগ্রহন করেন।
তিনি ন্যায়নীতি ও সত্যবাদিতার মাঝে বেড়ে উঠেন আর তাই জুলুম, অত্যাচার সম্পর্কে তিনি জানতেন না। জাহিলী যুগের বর্বরতা তাকে স্পর্শ করতে পারেনি।তিনি আরবীয় চরিত্রে আদর্শিত হয়েছিলেন।তিনি ছিলেন বন্ধুভাবাপন্ন, উত্তম সঙ্গী, ওয়াদাপূরণকারী। তারঁ মাঝে মায়া-মমতা ছিল ভরপুর ।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
ইসলাম আগমনের পূর্বেই তিনি নিজের ওপর মদকে হারাম করেছিলেন। ধনীদের সাথে তারঁ ভাব ছিল বন্ধুত্বপূর্ণ আর গরিবদের প্রতি তিনি ছিলেন খুবই দয়ালু।তিনি ছিলেন। দানশীলতা ও আত্মত্যাগের উজ্জ্বল নক্ষত্র। নিজে খাওয়ার আগে গরিবদেরকে খেতে দিতেন। আরবদের নসবনামা সম্পর্কে তারঁ ভালো জ্ঞান ছিল।
এ কারণে কোরাইশী যুবকরা আরবদের অতীত ইতিহাস ও নসবনামা জানার জন্যে তার কাছে আসত। তিনি নেতাদের নেতা ছিলেন।মর্যাদাগতভাবে তিনি ছিলেন সুউচ্চ । তারঁ কথা মানা হতো। তাছাড়া ও তিনি তৎকালীন যুগে একজন অভিজ্ঞ ব্যবসায়ী ছিলেন। স্বপ্নের ব্যাখা সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল।
আরও দেখুনঃ আলী রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষানীয় pdf বই ডাউনলোড
নিচে খোলাফায়ে রাশেদীনের ৬০০টি ঘটনাবলী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুস সালাম বাংলাদেশ বইয়ের ধরণঃ খোলাফায়ে রাশেদীন আবু বকর রাঃ বইয়ের সাইজঃ 11.6 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ সিদ্দীক আল মানশাবী অনুবাদঃ যোবায়ের হোসাইন রাফীকীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ