খোলা চিঠি pdf বই ডাউনলোড। ঘটনা হলো হুজ্জাতুল ইসলাম ইমাম আবূ হামেদ মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ গাযালী রহ.-এর খুব কাছের এক শিষ্য দীর্ঘদিন একনিবিষ্ট মনে তারঁ খেদমত করে। এ সময় সে তারঁ কাছে বেশকিছু শাস্ত্রের কিতাবাদি অধ্যয়ন করে। সে নিমগ্ন মনেই শিক্ষাঅর্জন করে। এভাবে সে অনেকগুলো সুক্ষ্ম শাস্ত্রের ওপর গভীর বুৎপত্তি লাভ করে।
একদিন সে নিজের ব্যক্তিজীবনের ওপর গভীর পর্যবেক্ষণ করে। তখন তার মনে হয় আমি তো অনেকগুলো শাস্ত্রের ওপর ব্যাপক অধ্যয়ন করেছি। আমার যৌবনের সোনালি মুহুর্তগুলো সেই নানাবিধ শাস্ত্রের জ্ঞানচর্চার কাটিয়ে দিয়েছি। এখন আমাকে ভালোভাবে জেনে নিতে হবে আগামী জীবনে কি কোন বিদ্যা আমার কাছে আসবে? কবরের গহীন অন্ধকারে কোন শাস্ত্র আমাকে সঙ্গ দেবে? এর বিপরীতে কোন জ্ঞান আমার কাছে আসবে না। তাহলে আমার পক্ষে তা বর্জন করা সহজ হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১২তম খন্ড pdf বই ডাউনলোড
- আট শহীদের বাবা pdf বই ডাউনলোড
- অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নব্য ফেরাউনের কারাগার pdf বই ডাউনলোড
- বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড
আমার সামনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুআ রয়েছে। তিনি মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে মিনতি করতেন- হে আল্লাহ, আমি তোমার সকাশে সেই বিদ্যা থেকে পানাহ চাই যা আমার উপকারে আসবে না। বিষয়টি নিয়ে সে অনেক ক্ষণ ভাবল। অবশেষে কাগজ কলম হাতে নিয়ে শায়খ হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ গাযালী।
মহান আল্লাহর অপার রহমতে তিনি সিক্ত হোক-এর কাছে পত্র লিখলো। পতে সে তার অবস্থা জানিয়ে সমাধান কামনা করল। চিঠিতে সে আরো কিছু প্রশ্ন সংযুক্ত করেছিল চিঠির শেষাংশে সে তারঁ কাছে হিতোপদেশ ও দুআ কামনা করে। সে তার পত্রে এ কথাও লিখেছিলো যে, যদিও ইয়াহইয়াউল উলুম-সহ এ জাতীয় অন্যসব গ্রন্থে আমার সমস্যাগুলোর নীতিগত জবাব রয়েছে।
কিন্তু আমি চাচ্ছিলাম, যেন মহামান্য শায়খ আমার একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো অল্পকয়েক পৃষ্ঠার ভেতর লিখে দেন। আল্লাহ চাহেন তো, আমি সারাজীবন সেগুলো আমার সঙ্গী করে রাখবো; মৃত্যু পর্যন্ত আমি নিষ্ঠার সঙ্গে তার ওপর আমল করতে সচেষ্ট হবো। আমি মনে করি যে এই বইটি সকলের জন্যই জ্ঞান সাধনা করা সবার জন্যই উন্মুক্ত! যদি আরও পড়তে চান তাহরে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন ।
নিচে খোলা চিঠি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আযহার |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 10.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | ইমাম আবু হামেদ মুহাম্মাদ গাজ্জালী রহ. |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল্লাহ আল ফারুক |