গুনাহর চিকিৎসা pdf বই ডাউনলোড। যারা গুনাহ নামের কঠিন রোগে ভুগছেন। যারা গুনাহর সাগরে লাগাতার হাবুডুবু খাচ্ছেন। যারা সর্বদা যে কোন বিপদাপদে নিমজ্জিত রয়েছেন। যারা চিন্তা ও বিষণ্ণতায় কাহিল হয়ে পড়েছেন। যারা বিপদে পড়ে এ সুপ্রশস্ত দুনিয়াকেও অতি সংস্কীর্ণ মনে করছেন। যারা চিন্তার বোঝা সইতে না পেরে দীর্ঘ ঊর্ধ্ব শ্বাস ছাড়ছেন। যারা দীর্ঘদিন থেকে সত্যিকারের শান্তি অনেক খোজাঁখুজিঁ করেও কিছুতেই তা হাতের নাগালে পাচ্ছেন না
। যারা রিযিকের ভয়াবহ সঙ্কটে নিমজ্জিত। যারা টাকা পয়সার অভাবে নিজের ছেলে সন্তানকে নিয়ে পেট ভরে দৈনিক দু বেলা খাবারও খেতে পারছেন না। যারা দীর্ঘ দিন থেকে ছেলে-সন্তানের বাবা হওয়া এক অবিশ্বাস্য দুঃস্বপ্ন নিজের অন্তরে গহিনে পোষণ করে চলছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গুনাহর অপকারীতা pdf বই ডাউনলোড
- নিষিদ্ধ কর্মকান্ড pdf বই ডাউনলোড
- আমি তাওবা করতে চাই কিন্তু pdf বই ডাউনলোড
- হিসনুল মুসলিম pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
যাদের একটার পর আরেকটা রোগ মাসকে মাস, বছরকে বছর লেগেই রয়েছে। তাদের সকলের জন্য রয়েছে একটি অত্যাশ্চর্য মহৌষধ। আর তা হলো একমাত্র ইস্তিগফার। আল্লাহ তাআলা বলেন,- অথার্ৎ নূহ আঃ নিজ সম্প্রদায়কে উপদেন দিতে গিয়ে বলেন- যে তোমরা নিজ প্রভুর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে।
তিনি তোমাদের জন্য তৈরি করবেন উদ্যানসমূহ এবং প্রবাহিত করবে প্রচুর নদী-নালা। নূহ: ১০-১২ আব্দুল্লাহ বিন বুসুর রাঃ থেকে বর্ণিত তিনি বলেন; নবী করীম সাঃ ইরশাদ করেন- অর্থাৎ ও ব্যক্তির জন্য মহা সুসংবাদ যিনি নিজ আমলনামায় প্রচুর পরিমাণ ইস্তিগফার দেখতে পেয়েছেন। (ইবনু মাজাহ, হাদীস ৩৮১৮)।
ইস্তগফারের বিশুদ্ধ শব্দসমূহ যা নবী সাঃ- এর থেকে বর্ণিত; অর্থাৎ আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ২। অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন। ৩। অর্থাৎ হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন। আমার তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী একান্ত দয়ালু। (আবু দাউদ, হাদীস ১৫১৮ তিমমিযী, হাদীস ৩৪৩৪ ইবনু মাজাহ, হাদীস ৩৮১৪)। আবার, অর্থাৎ আমি সে সত্তার নিক ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া সত্য কোন উপাস্য নেই।
তিনি চিরঞ্জীব চিরসংরক্ষক। আর আমি তারঁ নিকট তাওবা করছি। (আবু দাউদ, হাদীস ১৫১৯ তিরমিযী, হাদীস ৩৫৭৭)।৫। অর্থাৎ আমি আল্লাহ তাআলার সপ্রশংস পবিত্রতা বর্ণানা করছি। উপরন্ত তারঁ নিকট ক্ষা চাচ্ছি ও তাওবা করছি। (মুসলিম, হাদীস ১১১৬)। আরও জানতে এবং পড়তে বইটি ডাউনলোড করতে পারেন।
নিচে গুনাহর চিকিৎসা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |