গোলামীর শিকল ভেঙে pdf বই ডাউনলোড। ইয়াছের বিন আমের তার ভাই মালেক ও হারেছকে বললো, তোমরা ইচ্ছা করলে ইয়ামান প্রদেশে পুনরায় চলে যেতে পার, অথবা অন্য কোথাও চলে যাও। কিন্তু আমি এদেশেই থাকব। এ দেশ আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি অন্য কোথাও যেতে চাই না। তোমরাই বল, আমি কেমন করে যাব?।
বহু দুঃখ-কষ্ট ও ভয়ভীতির পরে আমি এখাসে এসে শান্তি ও নিরাপত্তা লাভ করেছি। অসহায় অবস্থা থেকে সহায় সম্বল লাভ করেছি। নিঃস্ব অবস্থা থেকে স্বচ্ছলতা লাভ করেছি। তার ভাই মালেক বললো, না, না, বরং একথাই বল যে।
আরও দেখুনঃ কোয়ান্টাম মেথড ও প্রতারণা pdf বই ডাউনলোড
আমি এদেশ ছেড়ে কিভাবে যাব? যেহেতু ঐ কালমুখী দাসিটি এখানে আছে। উত্তরে ইয়াছের বললো- তোমার যা মনে চায় তাই বল, তথাপি আমি এ জায়গা থেকে একটুও নড়ব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এখানেই অবস্থান করব। একথা শুনে হারেছ তেলে বেগুনে জ্বলে উঠল। দাতঁ কিড়মিড় করে বললো, হতভাগা! তোমার উপর লানত! তুমি স্বদেশ ছেড়ে বিদেশে থাকতে চাও? কাহতান বংশের চেয়ে মোজার বংশকে ও নিজের আনছ বংশের চেয়ে কোরায়েশ বংশকে শ্রেষ্ঠ করে কর।
অসম্ভব সুন্দর একটি বই।
ধিক তোমাকে! খোদার কসম! তুমি এখানে নাঞ্চিত হবে. বড় মুসিবতে পড়বে ঘোর বিপদের সময় বন্ধু-বান্ধব ও সাহায্যকার িতালাশ করে কাউকে পাবে না। কদাচিৎ কাউকে যদি পাও, তবে সে তোমাকে আরও অধিক লাঞ্ছনা দিবে এবং তোমার বিপক্ষেই সাহায্য করবে। ভাল করে-ভেবে-চিন্তে দেখ। এখানে সময় আছে।
আরও দেখুনঃ কেন জিহাদ করবো pdf বই ডাউনলোড
মালেক আবার ইয়াছেরকে মিষ্টিভাষায় বুঝিয়ে বললো, দেখ ঐ কালমুখী বাদঁী মক্কার মাটিতে পয়দা হয়নি। আসমান থেকেও টপকিয়ে পড়েনি। অন্য সব গোলাম বাদীর মত একেও অন্য জায়গা থেকে আনা হয়েছে। এর মত হাজার হাজার দাসী পথেঘাটে পাওয়া যায়। তুমি যদি এ দাসীকেই চাও, তবে আমরা যেভাবেই হোক না কেন, তাকে সাথে নিয়ে যেতে পারব। তখন তুমি নিজ দেশে আপন ভাই-বন্ধুদের সাথে তোমার প্রেয়সীকে নিয়ে সুখে দিনাতিপোত করতে পারবে।
ইয়াছের তোমাদের ইচ্ছা মত তোমরা যা কিছুই বুঝাও না কেন, আমি কিছুতেই এ স্থান থেকে একচুলও নড়ব না। আমি এখানেই থাকব। এদেশকেই আমার স্বদেশ বানাব। আবু হোযাইফা আমার সাথে সদ্ব্যবহার করেছেন, আমি অসহায়ব্যবহার দ্বারা তার প্রতিদান দিতে চাই না।
আরও দেখুনঃ ইসলাম সত্য দ্বীন pdf বই ডাউনলোড
নিচে গোলামীর শিকল ভেঙে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইমদাদ লাইব্রেরী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 8.24 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ ড. তোয়াহা হুসাইন অনুবাদঃ রফিক আহমদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ