চয়ন pdf বই ডাউনলোড। চল্লিশ-চল্লিশটা বছর ধরে এই আমাদের সাথেই ছিল তার ওঠাবসা। জন্মের পর আমাদের শিশু-বাচ্চাদের মতোই সে বেদুইনদের ঘরে বড় হলো, হাঁটতে শেখার পর এই আমাদেরই মাঠে-প্রান্তরে মেষ চড়ালো, বয়স আরেকটু বাড়তেই তার চাচার কাফেলায় বাণিজ্য করতে সিরিয়া গেল—ঠিক যেভাবে আমরা যাই। আমাদেরই মেয়ে খাদীজাকে বিয়ে করে সংসারী হলো, আমাদেরই ঘরে নিজের মেয়ের বিয়ে দিল—একদম আমাদের কাছের মানুষ ছিল এই মুহাম্মাদ।
এখন সে দাবী করে বসছে, সে নাকি নবী— সেই মহাপুরুষ ইবরাহীমের মতো নবী! বললেই হলো? তা বলবেই যদি, একটু প্রমাণ তো দিতে হয়, না কি? বেশি কিছু তো চাইছি না আমরা। এই যে যেদিকে চোখ যায় শুধু ধূলা আর বালু, জায়গাটাকে আচ্ছামতো বৃষ্টি বর্ষণ করে সবুজ-শ্যামল করে দিলেই তো হয়। অথবা আমাদের বিখ্যাত বিখ্যাত যত পূর্বপুরুষ গত হয়ে গেছেন, তাদেরকে একটু জিন্দা করে দেখাক না কেন!
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তাহলেই তো আর বাপু সন্দেহ থাকে না, আমরাও সবাই ঘাড় কাত করে মেনে নিই—তুমি নবী। মক্কার সেই ডাকসাইটে বুদ্ধিজীবী মহল এখন ধূলো, কিন্তু অভিযোগটা কেমন যেন চিরন্তন। দেশে দেশে, কালে কালে যেখানেই ধর্মকে যুক্তির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, সেখানেই এর পুনরুত্থান। আলোকপ্রাপ্তির সময়কার (Age of Enlightenment) দার্শনিকরা ধরলেন এই ব্যাপারটাই—তোমার ধর্ম সত্য? শুনে খুশি হলাম, তা প্রমাণটা কোথায় বাছা?
এই আজ পর্যন্ত অ্যাকাডেমিয়া থেকে শুরু করে ব্লগারদের চিন্তাখাতায় ঘুরে ফিরে একই প্রশ্ন—ধর্ম যদি সত্যিই হয়, তবে শক্ত কোনো প্রমাণ আসছে না কেন? মাঝারি সাইজের একটা মিরাক্যাল; এই যেমন আকাশ থেকে পটাস করে জলজ্যান্ত একজন
১ সূরা আল আন’আম, ৬:১০৯
ফেরেশতা নেমে আসলেন—এরকম কিছু হলেই তো সবার মনের সব সন্দেহ চুকে যায়; এক ধাক্কায় সব মানুষ মুসলিম। যদি আল্লাহ আসলেই চান আমরা বিশ্বাস করি, তবে এই সহজ রাস্তাটা নিতে সমস্যা কোথায়?
চলুন দেখি, উত্তর বের করা যায় কি না। তবে দেখুন, প্রশ্নটা যেহেতু করা হচ্ছে আল্লাহর কাছে; কাজেই তার উত্তর খুঁজতে আমাদের সেই কুর’আনের কাছেই কিন্তু প্রথম যাওয়া উচিত।
কারণ আল্লাহর কাছ থেকে কোনো কিছুর জবাব পাওয়ার জন্য এটাই একমাত্র পথ। কী রকম প্রমাণ? প্রথমত, অদেখা স্রষ্টায়। যেমনটি বলেছিলাম, আল্লাহ কিন্তু ইসলামের পক্ষে প্রমাণ দিয়েছেন ঠিকই। তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মক্কাবাসীর কাছে এই প্রমাণগুলোর গ্রহণযোগ্যতাও ছিল।
ইসলামের সত্যতার পক্ষে প্রধান প্রমাণ ছিল কুর’আনের অনন্য সাহিত্য—
নিচে চয়ন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সিয়ান পাবলিকেশন লিঃ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.88 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | রেহনুমা বিনতে আনিস-গং |
বইয়ের অনুবাদকঃ |