চরিত্র গঠনের মৌলিক উপাদান pdf বই ডাউনলোড। মানুষের তৎপরতা যত বৃদ্ধি পায়, যত অধিক গুরুত্ব অর্জন করে, সেখানে শয়তানের হস্তক্ষেপও ততই ব্যাপকতর হতে থাকে। এদিকে দিয়ে বর্তমান যুগ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের অধিকারী। এ যুগে একদিকে পাশ্চাত্যের বস্তুবাদী ও স্বার্থপূজারী সভ্যতা আমাদের জাতির নৈতিক পতনকে চরম পর্যায়ে উপনীত করেছে, অন্যদিকে চলছে সমাজতন্ত্রের নাস্তিক্যবাদী চিন্তার হামলা। এ হামলা আমাদের জাতির মৌলিক ঈ-মান আকীদার মধ্যে সন্দেহ-সংশয় সৃষ্টি করেছে।
এর ফলে ইসলামের সাথে জাতির গভীর প্রেম-প্রীতিময় সম্পর্কের ভিত্তি নড়ে উঠেছে। বিপর্যয় ও অনিষ্টকারিতার সিপাহসালার শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল হুবহু তারই চিত্র যেন আজ ফুঠে উঠেছে। শয়তান বলেছিল: আমি হামলা করার জন্যে এদের মানব জাতির সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঈমানদীপ্ত দাস্তান ৩য় খন্ড pdf ডাউনলোড
- কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই ডাউনলোড
- একান্ত গোপনীয় কথা pdf বই ডাউনলোড
- হাদীসের কিস্সা pdf বই ডাউনলোড
- এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
এ অবস্থায় আমাদের অনেক কল্যাণকামী বন্ধু দুনিয়ার ঝামেলা থেকে সরে এসে সংসারের একান্তে বসে কেবল নিজের মুসলমানিত্বটুকু বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাবার উপদেশ দান করে থাকেন। অবশ্য এ অবস্থার মধ্যে অবস্থান করা মামুলী ব্যাপার নয়। সাধারণত অবস্থায় প্রত্যেক সৎ ব্যক্তি নৈতিকতার আদর্শকে কায়েম রাখে। কিন্তু নৈতিক উচ্ছৃঙ্খলার প্রবল বার্তা পরিবেষ্টিত হয়ে উন্নত নৈতিক বৃত্তির উপর প্রতিষ্ঠিত থাকা চাট্টিখানি কথা নয়।
কিন্তু কিছু সংখ্যক লোক যদি মহামারি আক্রান্ত এলাকা থেকে দূরে অবস্থান করে নিজেদের স্বাস্থ্যোন্নতির কাজে ব্যাপৃত থাকে এবং নিশ্চিন্তে মহামারিকে নৈতিক মৃত্যুর বিভীষিকা চালিয়ে যাবার ব্যাপাক অনুমতি দান করে, তাহলে আমাদের মত এর চাইতে বড় স্বার্থপরতা আর হতে পারে না। মাজারের নিটক যে সকল মূল্যবান প্রদীপ ও স্বর্ণনির্মিত বাতিদান অযথা আলোক বিচ্ছুরণ করে।
অথচ তাদের সন্নিকটে বনে-জঙ্গলে মানুষের কাফেলা পথভ্রষ্ট হয়ে দস্যুহস্তে লুন্ঠিত হয়, সেই প্রদীপ ও বাতিদানের অস্তিত্ব-অনস্তিত্ব যেমন সমান মূল্যহীন, ঠিক তেমনি যে ঈমান, ইসলাম ও তাকওয়া চতুষ্পার্শের পরিবেশকে আলোকিত করার জন্য কর্মক্ষেত্রে ঝাপিঁয়ে পড়ার পরিবর্তে বিরোধী শক্তির ভয়ে মসজিদে আশ্রয় খুজেঁ ফেলে, তাও হৃদয়-মনের জন্য নিছক স্বর্ণালঙ্কার বৈ আর কিছুই নয়।
চরিত্রের যে মূলধন কে ক্ষতির আশংকায় হামেশা সিন্দুকের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয় এবঙ যা হামেশ অনুৎপাদক (Unproductive) অবস্থায় বিরাজিত থাকে, সমাজ জীবনের জন্যে তার থাকা না থাকা সমান। মুসলমান নারী-পুরুষ এবং মুসলিম দলের নিকট চরিত্র ও ঈমানের কিছু মূলধন থাকলে তাকে বাজারে আবর্তন করার জন্য ছেড়ে দেওয়া উচিত।
নিচে চরিত্র গঠনের মৌলিক উপাদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আই সি এস প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.26 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নঈম সিদ্দিকী |
অনুবাদঃ | আবদুল মান্নান তালিব |