চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড। হযরত মাওলানা ইলিয়াস রহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের মোবারক মেহনতকে এক বিশেষ নাহাজে পদ্ধতিতে চালু করেছেন। উম্মতের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কালিমা বলুন্দ করার নিয়তে আল্লাহর রাস্তায় নিজ নিজ জান,মাল সম্পদ ও সময় অতিবাহিত করার মাধ্যমে নিজের ও অন্যান্যদের সংশোধনকারী হবে।
এর উপরেই এই মেহনতের কাঠামোকে দাড় করানো হয়েছে। আলহালদুলিল্লাহ, এই মেহনতের সাথে সংশিষ্ঠ ব্যক্তিবর্গের ইখলাস ও কুরবানী দীনের জন্য আত্মত্যাগ এর কারণে আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ কবুল হয়েছে যা।
আরও দেখুনঃ আল গিরাস pdf বই ডাউনলোড
মাত্র দুই তিন দশকের অল্প সময়ের মাঝেই এই মেহনত থেকে পুরা বিশ্ব উপকৃত হওয়া শুরু করেছে। উম্মতের জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহ এর রোনাজারির সাথে সাথে নিজের জান ও মাল সার্বিকভাবে এই কাজের জন্য ওয়াকফ করার কারণে এবং উম্মতের কুরবাণীর বদৌলতে আল্লাহ কাছে এই মেহনত কবুল হয়েছে।
মাওলানা ইলিয়াস রহ, এর পর, গভীর ফিকির ও মেহনতের মাধ্যমে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহ. হযরত মাওলানা এনামুল হাসাব সাহেব রহ. ও জীবনভর তাদেঁর সোহবতপ্রাপ্ত ব্যক্তিবিশেষ এই মেহনতকে পুরা পৃথিবীর সব দেশে পরিচিত করিয়েছেন এবং চালু করেছেন। এই মেহনত বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ছোট পুস্তিকায় চলমান।
আরও দেখুনঃ গোসলের পদ্ধতি pdf বই ডাউনলোড
বিভিন্ন পরিস্থিতির কারণগুলোকে খুজে পাঠকের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, সাথে সাথে সমস্যা থেকে উত্তরণের প্রস্তাবনাও পেশ করা হয়েছে। দাওয়াত ও তাবলীগের চলমান পরিস্থিতির উপর বিভিন্ন ধরণের মত শুনতে পাওয়া যায়। কেউ কেউ এই পরিস্থিতিকে রাইবেন্ড ও নিজামুদ্দীন মারকাযের শক্তির লড়াই হিসেবে চিহিৃত করছেন।
কেউ ভাবছেন এটা নিজামুদ্দিন ও নিজামুদ্দিন থেকে সাময়িকভাবে বাইরে অবস্থানকারী আকাবির শাব্দিক অর্থ মর্যাদাসম্পূন্ন বড় কেউ, এখানে তাবলীগের বড় ইলামায়ে কিরাম ও পুরানো সাথী উদ্দেশ্য গণের মধ্যকার এক দ্বন্ধ। বাস্তবে ব্যাপারটি হল একজন ব্যক্তি ও শূরার মধ্যকার মতপার্থক্য। আসল ব্যাপার হল একজন ব্যক্তি এই কাজের সকল দায়িত্বভার গ্রহণ করবেন নামি মূরার তত্ত্ববধানে।
আরও দেখুনঃ জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
নিচে চলমান সংকট নিরসন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.42 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতি আবু ওমর ওয়ারিছুল হক-গং অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ