চশমার আয়না যেমন pdf বই ডাউনলোড। চশমার আয়না যেমন, সবকিছু দেখায়ও তেমন। আপনি লাল লংয়ের চশমা লাগান, তাহলে সবকিছুই আপনার কাছে লাল মনে হবে। নীল রংয়ের চশমায় সবকিছুই নীল দেখাবে। হলুদ রংয়ের চশমায় হলুদ, কাল রংয়ের চশমায় কাল আর সবুজ রংয়ের চশমায় সবুজ বোধ হবে। এমনিভাবে চশমার আয়না যেমন, সবকিছুকে তেমন রংয়েই দেখতে পাবেন।
তবে সাদা গ্লাসের অর্থাৎ, রংহীন গ্লাসের চশমায় সবকিছুই সাদা বা রংহীন দেখাবে না। তখন প্রত্যেক বস্তুকে তার নিজস্ব রংয়েই দেখা যাবে। খালি চোখের অবস্থাও সাদা চশমার মত। খালি চোখেও আপনি সব বস্তুকে তার নিজস্ব রংয়ে দেখতে পাবেন। এজন্যই হয়তো বাগধারায় খালি চোখে দেখাকে “সাদা চোখে দেখা” বলা হয় ।
প্রাকৃতিকভাবে খালি চোখেই সকলে জন্মগ্রহণ করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তাই খালি চোখেই সবকিছুর প্রাকৃতিক রং ধরা পড়ে। কারণ খালি চোখই প্রকৃতিসম্মত। এই খালি চোখের উপর যখন কোন কৃত্রিম রং চড়ানো হয়, তখন সবকিছুর রংও কৃত্রিম হয়ে ধরা পড়ে। অরিজিন্যাল রং দেখতে চাইলে চোখকে অরিজিন্যাল রাখতে হবে। চোখ আর্টিফিশিয়াল হয়ে গেলে সব কিছুর রংও আর্টিফিশিয়াল হয়ে যাবে।
এই চর্মচোখের অবস্থা যেমন, মনের চোখের অবস্থাও তেমন।
মুক্ত চোখে দেখলে যেমন সবকিছুর আসল রং দেখা যায়, তেমনি মুক্ত মনে দেখলেও সব কিছুর আসল স্বরূপ দেখা যায়। অর্থাৎ, মুক্ত মনে বিচার-বিবেচনা করলেই সবকিছুর আসল স্বরূপ বুঝা যায়। এখন প্রশ্ন হল- মুক্ত মন বা মনের সাদা চোখ বলতে কী বোঝায়? মুক্ত মন বা মনের সাদা চোখ বলতে বোঝায় মনের প্রকৃতিসম্মত অবস্থা; যে অবস্থার উপর মনের সৃষ্টি। যেমন- মুক্ত চোখ বা খালি চোখ বলতে চোখের প্রাকৃতিক অবস্থাকেই বোঝায়— যে অবস্থায় কারও জন্ম হয়।
মনের স্বরূপ কী, মনের সাইজ আকৃতি কী, ব্যাসার্ধ কী, রং কী? এসব বিষয় আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। হয়ত পারবেও না কোন দিন। কুরআনের বর্ণনামতে একমাত্র আল্লাহর নির্দেশেই মন বা আত্মা পরিচালিত হয়ে থাকে। মন বা আত্মা হল আল্লাহর নির্দেশঘটিত। আল্লাহই জানেন তার প্রকৃত অবস্থা কি। অতএব মন কেমন এবং কোন্ প্রকৃতির উপর মনের সৃষ্টি, আর সেই মনের চোখই বা কেমন এবং মনের প্রকৃতিসম্মত মুক্ত অবস্থা বা খালি অবস্থাই বা কি- এসব বিষয়ের সমাধানও মানুষের পক্ষে দেয়া সম্ভব নয়।
নিচে চশমার আয়না যেমন pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল আবরার |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 130 MB |
প্রকাশ সালঃ | ২০০৪ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন |
বইয়ের অনুবাদকঃ |