চার ইমামের জীবনী pdf বই ডাউনলোড। হযরত উমর ইবনে আব্দুল আযীয রহঃ তারঁ শাসনামলে হাদীছ সংকলনের প্রতি মনোনিবেশ করেন এবং গুরুত্ব সহকারে একাজ শুরু করেন। হাদীছের ক্ষ্রদ্র ক্ষ্রদু কিতাবের স্থলে বড় বড় কিতাবের প্রচলন হয়। পরবর্তীতে বনি উমাইয়্যায় যুগেও সংকলন ধারা অব্যাহত থাকে। বনি আব্বাসিয়ার প্রাথমিক যুগ হইতে অন্যান্য ইলমের প্রতি অধিক মনোযোগ দেয়া হয়।
সর্বসাধারণের মাধ্যেও ইলমী ঝোঁক বৃদ্ধি পায়। আরবী ভাষায় নতুন নতুন ইলম ও শাস্ত্রের ভাষান্তর হয়। সে কালে সমগ্র ইসলামী বিশ্বে তাবেয়ীন এবং তাদেরঁ শাগরেদগণ ছড়িয়ে ছিলেন। সর্বত্র দ্বীনি ইলমের চর্চা হচ্ছিল। তাই ইলমে দ্বীন অগ্রগতি লাভেরও সুযোগ হয়ে উঠেছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হজ্জ্ব উমরার জরুরী মাসায়েল pdf বই ডাউনলোড
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- জান্নাতি দশ পুরুষ pdf বই ডাউনলোড
হিজরী দ্বিতীয় শতাব্দীর মধ্যেভাগে তথাকার ইমামগণ ফিকাহ শাস্ত্রের ধারা অনুযায়ী হাদীছের কিতাব লিখেন। যেমন, মদীনা মুনাওয়ারায় ইমাম মালেক রহঃ মক্কা মুকাররমায় ইবনে জুরাইজ (রহৎ,) বসরায় রবী ইবনে সাহীহ (রহঃ) কুফায় সুফিয়ান ছাওরী (রহঃ) সিরিয়ায় আউযায়ী (রহঃ) ওয়াসাতে-এ শোয়ায়েম (রহঃ), ইয়ামনে মা’মার (রহঃ), রাইশহরে জারীর ইবনে আব্দুর হামীদ (রহঃ), খোরাসানে আব্দুল্লাহ ইবনে মোবারক (রহঃ) প্রমুখ ইমামবর্গ স্বস্ব কিতাব রচনা করেন।
এটা আহলে সুন্নত ওয়াল জামাতের সর্বপ্রথম ও প্রধান ফিকহী মাযহাব; যার প্রবর্তক ইমাম আবু হানীফা নোমান ইবনে ছাবেত কুফী (রহঃ)। সর্বপ্রথম কুফা নগরীতে এ মাযহাবের সূচনা হয়। অতঃপর ইরাকের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দুর-দুরান্ত দেশেও বিস্তৃতি লাভ করে। অল্প সময়ের মধ্যেই মিশর, সিরিয়া, রোম বলখ, বোখারা, ফরগানা, পারস্য, ভারত ইয়ামেন প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে।
ইমাম আবু হানীফা (রহঃ) -এর তত্ত্বাবধানেই তার চল্লিশজন শিষ্য হানাফী ফিকাহকে সুবিন্যস্ত ও লিপিবদ্ধ করেন। তন্মধ্যে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ও ইমাম যুফারের না বিশেষভাবে উল্ল্খযোগ্য। হানাফী ফিকাহ প্রসারের ব্যাপারে ইমাম আবু হানীফা রহঃ এর শিষ্য ইমাম আসাদ ইবনে উমরের বিশেষ শ্রম রয়েছে।
নিচে চার ইমামের জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মোহাম্মদী লাইব্রেরী বইয়ের ধরণঃ ইমামদের জীবনী বইয়ের সাইজঃ 14.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাওলানা মতিউর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ