চিত্রল প্রজাপতি pdf বই ডাউনলোড। ঐকতানের মত পবিত্রতম বৃষ্টিরা নাযিল হয়ে যায় শুভ্র এবং শুভ্রতার মত নরম কাশফুলেরা নেমে আসে আকাশ থেকে অথবা কোমল উপলব্ধির মত স্বপ্নের পাখিরা একই সঙ্গে ডানা মেলে দিলো পৃথিবীর ওপর বৃক্ষের ওপর প্রেমের প্রথম কান্নারা ঝড়ে ঝরে পড়ে দিগন্তের দিকে ছড়িয়ে যায় আনন্দের প্রথম উচ্ছারণের মত ভালোবাসার শব্দাবলী।
এবং পাাতায় পাতায় নাচতে থাকে হৃদয়ের অজস্র দম্পতির প্রথম শিহরণ যেমন এক অথৈ তন্দ্রার মধ্যে ওঠানামা করে জীবনের পেন্ডুলাম।
আরও দেখুনঃ বুকের ভিতর প্রতিদিন pdf বই ডাউনলোড
তুমি একটাই নদীই রেলিং ধরা নদীর কবি আবদুল হাই শিকদারকে তুমি নদী- তুমি একটা নদী শেষ অবধি বিরামহীন ভাঙন এ -পারের, পত্তন ও -পারের ঘর-বাড়ি-বাশঁঝাড়-জোছনাসহ; হঠাৎ হঠাৎ উধাও অহরহ আবার নতুন পলিজমি ঘাস পাখি- কত ডাকাডাকি নদী রেলিং ধরা নদীর রোদন অবহিত কজন চঞ্চলা ঢেউয়ে ঢেউয়ে ঢেকে রাখে।
খুব চমৎকার একটি গল্পের বই।
অনবরত আপনাকে নাচের আড়ালে কাদেঁ গোঙানীর শব্দো অধীর যেন পাখীর ওড়াল প্রচ্ছদে স্পষ্ট, তো অস্পষ্ট ডানার কষ্ট তবুও উপচে পড়ো একদা বানের মত ক্ষুব্ধ ও উব্ধত তবুও ছড়িয়ে যাও প্রান্তর জনপদ মুছে ফেলো গাচ্ছিত সম্পদ তবুও স্বপ্ন তোমার সমুদ্র সমুদ্র অসীম ও রুদ্র আবার হারানোর গৌরব একান্ত কল্লোল ঐকান্তিক কলোরব।
আরও দেখুনঃ মহিলাদের নামাজ pdf বই ডাউনলোড
কোন কোন বৃক্ষের হস্ত, সমস্ত হস্তই প্রসারিত থাকে একেক সময় সেইসব হাত থেকে টুপটাপ ঝরে পড়ে সৌরভের মত অপার্থিব আনন্দ, উপঢৌকনের মত সুমিষ্ট পসরা অথবা উপকারের মত নানাবিধ উদ্যোগ একেক সময় কোনো কোনো বৃক্ষের প্রয়োজন বেড়ে যায় এবং উৎপাদনের মত উদযাপন থাকে বলে প্রশংসাপত্রের মত সনদপত্রও বেড়ে যায় বেড়ে যায় বাড়াবাড়ির মত।
অতিশয় কথামালা একেক সময় কল্যাণ সংস্থার মত বৃক্ষের প্রভাবের মধ্যে এসে পড়ে তৃঞ্ষার মত পশুরা এবং বিশ্রামের মত অসংখ্য প্রাণীকুল কখনো অর্থকড়ির মত অঢেল মৌমাছিরা অথবা এসে পড়ে লালসার মত নেশাগ্রস্ত ব্যবসায়ীরা তারপর একেক সময় কোনো কোনো বৃক্ষের পত্রত্ব থাকে না বলে এবং পুস্প অথবা ফলাফলের মত নিবিড় নিমন্ত্রণ থাকে না বলে পড়ে থাকে অন্য এক বৃক্ষের মত ভাগ্যহীন ভাগাড়ের অভ্যন্তরে। বইটি পড়তে ডাউনলোড করতে পারেন।
আরও দেখুনঃ ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে চিত্রল প্রজাপতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রফেসর‘স পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 2.22 MB প্রকাশ সালঃ ২০০৭ বইয়ের লেখকঃ মতিউর রহমন মল্লিক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ