চোখে দেখা কবরের আজাব
চোখে দেখা কবরের আজাব pdf বই ডাউনলোড। সালমান পার্ক একটি প্রাচীন জনপদ। বাগদাদ থেকে প্রায় ৪০ (চল্লিশ) মাইল দুরে অবস্থিত্ বর্তমানে শহর জীবনের কোন নিদর্শন বাকি নেই। স্থানটি এখন ৫০০ (পাচঁশত) পরিবারের একটি বস্তি মাত্র। বাগদাদ থেকে একানে মোটর গাড়িই একমাত্র যাতায়াতের মাধ্যম। বর্তমানে জরাজীর্ণ হলেও স্থানটির রয়েছে গৌরবময় ইতিহাস । বহু সংখ্যক সাহাবী এখানে গভর্ণর হিসাবে জীবন অতিবাহিত করেছেন।
এর প্রাচীন নাম মাদায়েন । যুদ যুদ ধরে মাদায়েন ছিল পারস্য সম্রাটদের রাজধানী । টাইগ্রীসের পশ্চিম তীরে অবস্থানের কারণে প্রাকৃতিক দিক দিয়ে স্থানটি ছিল একটি কেল্লা সদৃশ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হে আমার মেয়ে pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৩০তম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১২তম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৯ম খন্ড pdf বই ডাউনলোড
হযরত ফারুকে আযম রাঃ-এর খিলাফতকালে যখন রাসুলুল্লাহ সাঃ-এর মামাতো ভাই সেনাপতি সাদ-বিন আবি ওয়াক্কাস রাঃ-এর দ্বিগ্বিজয়ী লস্কর এই টাইগ্রীসের দক্ষিণ তীরে অবস্থিত বাহরাশীর শহরে এসে উপস্থিত হন, তখন তাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছেল কি ভাবে টাইগ্রীস পাড়ি দিয়ে মাদায়েনে দ্বীনের দাওয়াত পৌঁছানো যায়।
কেননা তারাঁ জানতে পারেন, সম্রাট ইয়াজদাগীরদের নির্দেশে টাইগ্রীসের সবগুলো সেতু গুড়িয়ে সীমান্ত রক্ষীরা মাদায়েনে গিয়ে আশ্রয় নিয়েছে। ইয়াজদাগীদের বিশ্বাস ছিল টাইগ্রীসের বিশাল ঢেউ প্রাকৃতিক হয়ে মাদায়েনকে রক্ষা করবে। সত্যিই মুসলমান বাহিনী টাইগ্রীসের তীরে এসে কিংবর্তব্যবিমূড় হয়ে যান।
তারাঁ যখন নদীর তীরে এসে পৌঁছেন তখন ছিল মধ্যরাত্রী ।টাইগ্রীসে ফুটে উঠা তরংগমালা অতিক্রম করে নদী পার হওয়ার ছিল অত্যন্ত বিপদজনক। কিন্তু ওপারের সম্রাট নওশিরওয়ারের শুভ্র মহল আর নয়নাভিরাম অট্টালিকাগুলো যেন তাদেরকে আমন্ত্রন জানাচ্ছিল।
মরুচারী বেদুইনদের কাছে সে ছিল এক আশ্চর্য উপলব্ধি ! কারণ,ইতিপূর্বে এমন কারুকার্য অট্টালিকা আর কখনও দেখননি। তারাঁ বিস্ময়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন স্বপ্ন পুরী মাদায়েনের দিকে। সব করে ও প্রথমনে আল্লাহ নিকট সাহায্য চেয়ে দোয়া করেন।
নিচে চোখে দেখা কবরের আজাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ মৃত্যর পূর্বের ঘটনা বইয়ের সাইজঃ 26.3 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাওলানা তারিক জামিল অনুবাদঃ মুফতী মাযহারুল ইসলাম ওসমান কাসেমীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ