ছাদেকপুর পাটনা pdf বই ডাউনলোড। ভারতীয় উপমহাদেশের বেনিয়া শাসক গোষ্ঠীর ঔপনিবেশিক শাসন যন্ত্রের যাতাকলে নিস্পেষিত, নিপীড়িত, নিগৃহীত ও নির্যাতিত স্বাধীনতা সংগ্রামের মুসলিম বীর সেনানীদের আত্মত্যাগের যে লোমহর্ষক ইতিহাস এ যাবৎ লিখিত হয়েছে, যার কিছু বর্ণনা পাঠক মহল শুনেছেন, তা অসম্পূর্ণ। মূলতঃ বীর মুজাহিদ ও বীর শহীদানদের স্বাধীনতা সংগ্রামের করুন ইতিহাস ।
এখনও পূর্নমাত্রায় সমীর ঝলকে চিত্রিত হয়ে ওঠেনি। আজও সেই আযাদী আন্দোলনের বেদনাবিধুর ঘটনাপুঞ্জের করুন আহাজারীর গুন শুনতে পাওয়া যায়। এই ইতিহাসের প্রতিটি ছত্রে, প্রতিটি অক্ষরে ভেসে ওঠে বৃটিশ কয়েদখানার বন্দী মুজাহিদের শৃংখলিত ও অসহায় জীবনের সকরুন দৃশ্য।
আরও দেখুনঃ খাসী দ্বারা কোরবানী করার শরয়ী বিশ্লেষন pdf বই
এখন কুণ ঝরা ইতিহাসের কলংকময় যুগ ছিল ১৮৫৭ সাল। যখন স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অগ্নিশিখা নিদারুন সংকটময় পরিস্থিতির সস্মস্তুপে চাপা পড়েছিল। কারণ তখন ভারতবাসী বৃটিশ কুটনৈতিক ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে পড়েছিল। অবস্থা এতই বেগতিক ছিল যে, উহা থেকে মুক্তি লাভের কোন পথ তারা খুজেঁ পান নি।
বিশেষতঃ বৃটিশ শাসকদের অত্যাচার এমন চরমে পৌঁছেছিল যে, সে সময় হাসতো না কাননে ফুল কলি, আর ঝরাতোনা শিশির কণা অশ্রুধারা। এমন দাবদাহ ও বিভীষিকাময় পরিস্থিতির মাঝেও মুজাহিদদেরও বিপ্লবী চেতনা হ্রাস পায়নি বরং এমন সংকটময় মুহুর্তেও তারা আবার জিহাদের ডাক দিয়ে যান।
আরও দেখুনঃ বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
এই মুজাহিদদের মধ্যে পাটনার ছাদেকপুরের নিবেদিতপ্রাণ ওলামায়ে কেরাম অন্যতম। ইতিহাসের স্বরণীয় ও বরণীয় এ সকল ব্যক্তিত্ব তৎকালীন দগ্ধ প্রায় নির্যাতিতদের মনে স্বাধীনতা সংগ্রামের জ্বালাময়ী দৃপ্ত প্রেরণা যুগিয়েছিলেন। সৈয়দ আহমদের নেতৃত্বে ও শাহ ইসমাঈল শহীদের পরিচালনায় সংঘটিত জিহাদ আন্দোলনে।
জিহাদের ময়দানে এরা যেভাবে আত্ম কুরবানী দিয়েছেন। ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল। মুসলমানদের মধ্যে যদিও আক্বীদাগত কিছু মতপার্থক্য আছে, তবুও এমন কঠিন আত্মত্যাগের বাস্তব ইতিহাস কেউ অবজ্ঞভরে অস্বীকার করতে পারবেনা । খুব সুন্দর একটা ইতিহাস বই।
আরও দেখুনঃ রসূলের যুগে নারী স্বাধীনতা pdf বই ডাউনলোড
নিচে ছাদেকপুর পাটনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইতিহাস বিষয়ক বইয়ের সাইজঃ 1.64 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ কাইয়ূম খিযির অনুবাদঃ আব্দুল ওয়াজেদ সালাফীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ