ছোটদের নবী রাসুল
ছোটদের নবী রাসুল pdf বই ডাউনলোড।একটি শিশু যখন ভুমিষ্ট হয় তখন সে থাকে নিস্কলুষ ও পবিত্র । এ পৃথিবী সম্পর্কে তখন তার কোন ধারণা থাকে না। ক্রমে সে বড় হতে থাকে এবং প্রথমে আশেপাশের ও পরে বৃহত্তর পরিবেশ থেকে জ্ঞান লাভ করতে থাকে।
পরিবেশ যদি ভাল হয় তাহলে শিশুর মন-মানসের ওপর তার ভাল প্রভাব পড়ে এবং সেভাবেই সে গড়ে উঠে। কিন্তু পরিবেশ খারাপ হলে শিশুও তা থেকে খারাপভাবে প্রভাবান্বিত হয়।মহান আল্লাহ রাব্বুল আলামীনের লক্ষ কোটি সৃষ্টি এ পৃথিবীতে আছে।
আরও দেখুনঃ গল্পে-হযরত উসমান রাঃ pdf বই ডাউনলোড
এ সবের মধ্যে মানুষ সবার সেরা। মানুষের দেহের গঠন যেমন অনুপম তেমনি তার জ্ঞান বুদ্ধি বিবেক-বিবেচনা চিন্তা-চেতানা এবং সৌন্দর্য ও রুচিবোধও অতুলনীয় । এছাড়া তারা আল্লাহর সবচেয়ে প্রিয়তম সৃষ্টি। আর কোন সৃষ্টিই তার সমকক্ষ নয়। পৃথিবীর সব কিছু তাই মানুষের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে।মানুষ সৃষ্টির আগে আল্লাহ তায়ালা জিন জাতিকে সৃস্টি করে এ পৃথিবীতে বসবাসের জন্য দিয়েছিলেন।
নবী রাসূল কেন আসতেন?
কিন্তু কর্তৃত্ব ও স্বাধীনতা পাওয়ার পর তারা পৃথিবীতে মারামারি খুনখারাবি ও ফিতনা-ফাসাদ করে এর পরিবেশ বিষাক্ত ও কলুষিত করে তোলে। এ অবস্থা চরম পর্যায়ে পোছলে আল্লাহ তা্য়ালা তাদেরকে কর্তৃত্ব থেকে বঞ্ছিত করার সিদ্ধান্ত নেন এবং এ উদ্দেশ্যে একদল ফেরেশতা প্রেরণ করেন।
ফেরেশতারা তাদের অনেককে হত্যা করেন এবং অনেককে বনবাদাড়, মরুভুমি, পাহাড় পবর্ত ও বির্জন এলাকার ভাগিয়ে দেন।আমাদের দেশের বর্তমান পারিপাশ্বিক ও অন্যান্য পরিবেশকে মোটেই ভাল বলতে পারি না।
তাই শিশুদের মধ্যে সুষ্ঠু মননশীলতা, উন্নত নৈতিক বোধ এবং উদার ও মানবিক চরিত্র গড়ে তোলার জন্য কিছু উন্নত ও মহান চরিত্রের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া একান্ত প্রয়োজন । বলা বাহুল্য নবী-রসুলদের চরিত্র ছাড়া এরূপ চরিত্র আর কিছুই হতে পারে না।
তাই সব রকম মাদরাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ছোটদের নবী -রসুল নামের এ বই লেখার প্রয়াস। এ বইয়ের মাধ্যমে আমাদের দেশের শিশুদের চরিত্র গঠনে সহায়তা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস । আর তাহলে আমার এ শ্রম সার্থক হবে।
আরও দেখুনঃ নবী রাসুলের জীবনী pdf বই ডাউনলোড
নিচে ছোটদের নবী রাসুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক এডুকেশন সোসাইটি বইয়ের ধরণঃ ইসলামিক বইয়ের সাইজঃ 3.07 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ অধ্যাপক মোজ্জাম্মেল হক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ