জান্নাতের সবুজ পাখি pdf বই ডাউনলোড। আমরা এমন একটি সময় অতিক্রম করছি, যখন কুরআন-হাদিসের আলোকে শরিয়তের যেকোনো মাসআলার অবাধে তাহকিকের অনুমতি নেই। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র তথা প্রতিষ্ঠিত কুফরি মতবাদগুলোর গায়ে আচঁড় লাগে বা এসবের সম্পূর্ণ বিপরীত ইলমি তাহকিক, আলোচনা- পর্যালোচনা কোনো প্রচারপত্র কোনো বইপত্র কোনো ইলমি গবেষণা এখন মৌখিক ঘোষণার পাশাপাশি সাংবিধানিকভাবেই নিষিদ্ধ এ বিষয়ে কুফরি শক্তিও তার ষড়যন্ত্রের সকল জান বিছিয়ে রেখেছে এবং সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখছে।
সঙ্গে সঙ্গে ইসলামের কর্ণধারগণও নিজেদের মিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যর পরিচয় দিয়ে চলেছেন এবং আত্মরক্ষার সকল কৌশল ব্যবহার করে চলেছেন। প্রয়োজনে এমন কাজ না করে বা এমন কাজের নিন্দা করে হলেও আত্মরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সর্বোচ্চ চূড়ার সন্ধানে pdf বই ডাউনলোড
- শাইখ কাসেম আর-রিমির শাহাদাৎ pdf বই ডাউনলোড
- সবুজ কবীরের কিছু লেখা pdf বই ডাউনলোড
- সবুজ পাতার বন pdf বই ডাউনলোড
- পাখিও অন্ধ সাপ pdf বই ডাউনলোড
কিন্তু শরিয়তের ফরজ দায়িত্বগুলো তার যোগ্য ব্যক্তির হাতে তখনই বেশি শাণিত হয়, যখন সে বাধার সম্মুখীন হয়। আলোর মশাল তখনই অধিক দীপ্তিময় হয়, আধাঁর অনেক বেশি ঘনীভূত হয়। আঘাত তখণই লক্ষ্যভেদ করে যেতে পারে যখন প্রতিপক্ষা আঘাতকে প্রতিহত করতে আসে। আর এর বাস্তবতাই আমরা এখন দেখতে পাচ্ছি। আলহামদু লিল্লাহ!
শত্রুদের শত্রুতার সর্বনিকৃষ্ট কুটিলতা আমরা দেখতে পাচ্ছি। তাদের সর্বোচ্চ শক্তির প্রদর্শন আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। তারা আমাদের চোখের সামনেই সর্বগ্রাসী আয়োজন সেরে নিচ্ছে। কুফর-শিরক ব্যাপকভাবে তার ঘাটিঁ গেড়ে ফেলেছে। অলিগলিতে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তিস্থাপন ও মূর্তিপূজা নিত্যদিনের অনুষ্ঠানে পরিণত হয়েছে।
যারা মুমিনগোষ্ঠীর কর্ণধর দাবি করে তাদের সঙ্গে আইম্মাতুল কুফরে অসম্ভভ রকমের খঅতির জমে উঠেছে। ইমানের দাবিদার ও তাদের নেতৃবর্গ ইমানি আন্দোলবিরোধী অবস্থঅন নেওয়ার ক্ষেত্রে কোনোপ্রকার রাখঢাকের প্রয়োজনবোধ করছেন না। ইলমচর্চার সর্বোচ্চ অঙ্গনগুলো থেকে ইত্যাদির মূলোৎপাটনের ফিকির না করে বরং সেগুলোর প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে।
ইমানি আন্দোলনের পথিকদের বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করা, তুচ্ছতাচ্ছিল্য করা, গালমন্দ করা, বিভিন্নভাবে অপবাদ দেওয়া ইত্যাদি যেন সকল মজলিসের নিত্যকার রেওয়াজ হয়ে দাড়িঁয়েছে। আর সে কারণেই, আল্লাহর পথের যে-সকল মুজাহিদ তাদের সামান্য পূজিঁ নিয়ে আল্লাহর ওপর ভরসা করে শত্রুর চোখে চোখ রেখে এগিয়ে চলেছে। আশা করি বইটির মাঝে আপনাদের অনেক জানা অজানা কথা রয়েছে। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে জান্নাতের সবুজ পাখি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | কালান্তর প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস |
বইয়ের সাইজঃ | 30.4 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | আলী হাসান উসামা |
অনুবাদঃ |