জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা pdf বই ডাউনলোড। জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা আমি এ বিষয়ে পুস্তক লিখতে ও এ জন্যে অগ্রসর হলাম যে, বহু মসলিম দেশে মুসলমানদের অবস্থা দেখলাম যে তারা আজামাআতে নামাযের প্রতি সত্য অনিহা প্রকাশ করেছে। যা মাসজিদে সমূহকে ধ্বংসের প্রতি ঠেলে দিচ্ছে এবং মাসজিদের আবার খুবিই কমে যাচ্ছে। শুধু তাই নয়: বরং মাসজিদে সংখ্যাও কমে যাচ্ছে।
আরমি আরব রাষ্ট্রের কোন একটি শহর পরিদর্শন করে দেখলাম তাতে প্রায় ত্রিক হাজার লোক বাস করছে কিন্তু তাতে মাত্র চারটি মসজিদে রয়েছে তা সত্বেও জুমআর দিনেও মাসজিদে মুছল্লি দ্বারা পূর্ণতা লাভ করে না। আল্লাহ আমাদের সহায়তা করুন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তুহফাতুল হাদীস pdf বই ডাউনলোড
- তাওহীদের উপকারিতা pdf বই ডাউনলোড
- নামাযের গুরুত্ব pdf বই ডাউনলোড
- নামাযের দোয়া ও যিকির pdf বই ডাউনলোড
- তাকওয়ার উপকারিতা pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা বলেন, আর তোমার রবের ইবাদত করতে থাক সুনিশ্চিত ক্ষণের অর্থাৎ মৃত্যুর আগমন পর্যন্ত। (সূরা হিজর: ৯৯) এ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল দিনে-রাতে পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় করা। নামায ছাড়া কিয়ামতের দিন মুক্তির কোন ব্যবস্থা হবে না। যে নামায পড়বে তার জন্যেই রয়েছে মুক্তি প্রতিশ্রুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, -অর্থাৎ আল্লাহ তাআলা বলেন।
আমি তোমার উম্মতের উপর পাচঁ ওয়াক্ত নামায ফরয করেছি এবং এ প্রতিশ্রুতি আমার কাছে রেখেছি যে, যে জান্নাত প্রবেশ করাব্। আর যে এ গুলোর প্রতি যত্ন নিবে না তার জন্য কোন প্রতিশ্রুতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: ক্বিয়ামতের দিন সর্ব প্রথম হিসাব হবে নামাযের , যতি তা সঠিক হ তবে তার সকল আমলই সঠিক বলে গণ্য হবে।
আর যদি বাতিল হয় তবে তার সকল আমলই বাতিল হয়ে যাবে। নামাযই একমাত্র জান্নাত ওয়াজেব হওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: যে কোন ব্যক্তি সুন্দর ভাবে অযু করে, একনিষ্ঠতার সাথে দুরাকাত নামায আদায় করে তার জন্যে জান্নাত অবধারিত হয়ে যায় একজন মুসলিম ও একজন অমুসলিম কাফেরের মধ্যে পার্থক্য হল কেবল মাত্র নামায। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমাদের মাঝে ও তাদের কাফেরদের মাঝে অঙ্গিকার হল নামায।
আরবী পুস্কিা হাইয়্যা আলাল ফালাহ আরবাউনা ফায়েদাতান মিন ফাওয়াদে সালাতিল জামাআ অর্থাৎ জামাআতে নামাযের চল্লিশটি উপকারীতা এই পুস্তিকাটি জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারে কর্মরত থাকা কালে উক্ত অফিসের এক দাঈকে তার ভাষাতে অনুবাদ করতে প্রত্যক্ষ করেন লেখক এ। সুতরাং যে ব্যক্তি নামায ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে তাই আসুন আমরা সকলেই নামাযের প্রতি যত্নবান হই। আব আল্লাহু সকল মুসলিম নর-নারীকে পাচঁ ওয়াক নামাযের পাবন্দী হওয়ার তাওফীক দান করেন।
নিচে জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ মুসনেদ বিন মুহসেন আল কাহতানী |
অনুবাদঃ | জাহিদুল ইসলাম আল মাদানী |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!