জিন pdf বই ডাউনলোড। মেয়েটি তার বাম হাত দিয়ে শক্ত করে পুতুলটিকে বুকের সাথে ধরে রেখেছে। ধূসর রঙের ছোট একটি কাঠের পুতুল, পুতুলটির গায়ে মিহি জবা ফুলের নকশা, জবার উপর লাল রং কা। সমস্ত পুতুলটি ধুসর হলেও কোন এক অদ্ভুত কারণে জবা ফুলটি শুধু লাল রং করা।
পুতুলের রং কেমন, তা নিয়ে তার মাথাব্যথা নেই। সে চিন্তা করছে পুতুলটি যেন হাত থেকে ফুসকে পড়ে না যায়। পুতুলটি মেয়েটির বুকের একাংশ এমনভাবে দখল করে আছে যেন ছেট একটি শিশু মায়ের বুকে আলতো করে লেপ্টে আছে। আজকে সন্ধ্যায় তার মায়ের ছেঁড়া একটি শাড়ির আচঁল কুড়িয়ে এনে তা পুতুলটির গায়ে আলতো করে লেপ্টে দিয়েছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জ্বীন ও শয়তানের ইতিকথা pdf বই ডাউনলোড
- জিন জাতির বিস্ময়কর ইতিহাস pdf বই ডাউনলোড
- ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই ডাউনলোড
- সাওমের আধুনিক মাসআলা pdf বই ডাউনলোড
- পর্দার আড়ালের মেয়েটি pdf বই ডাউনলোড
মিহি কাপড়টা পুতুলটিকে ভাসা ভাসা মেঘের মতো জড়িয়ে আছে। সে তার মাকে অনুকরণ করে পরিয়েছে, যেভাবে তার মা পরে ঠিক সেভাবে। পুতুলটি তার অনেক প্রিয়। এই পুতুলটিই তার একমাত্র খেলার সাথি। তাই সে পুতুলটিকে হাতছাড়া করে না, সাথে নিয়ে রাখে সবসময়।
মেয়েটি এক হাত দিয়ে পুতুলটি আর অন্য হাত দিয়ে তার মায়ের শাড়ির আচঁল আগলে আছে। আচঁলটি টেনেই ধরে আছে যার দরুণ তার মা তার দিকে একটু ঝুঁকে আছে। মেয়েটি ভয়ে সিটিঁয়ে আছে। তার চোখ দুটো ছোট ছোট করে দেখছে সব, মুখ ফ্যাকাশে হয়ে আছে।
ভয় যে তাকে চোরাবালির মতো আস্তে আস্তে গ্রাস করছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। ভয়ের সাথে মেয়েটি পরিচিত না তবুও যেন ভয় তার কত প্রিয়। পরগাছার মতো আস্তে আস্তে ভয় তাকে দখল করে নিচ্ছে, আগলে নিচ্ছে তার বাহুডোরে। কিছুক্ষণের মধ্যে হয়তো নিজের অস্তিত্বকে রক্ষা করতে না পারলে ভয়ের দাসত্ব স্বীকার করতে হবে তাকে।
সে পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছিল। মধ্যরাতে হঠাৎ করে তার মা তাকে তুলে নিয়ে আসছে। চোখ জ্বলছে তার, ঠিকমতো তাকাতে পারছে না। যা কিছু তার চোখের সামনে উদয় হচ্ছে সব সে ঝাপসা দেখছে। বারবার চোখ কচলাচ্ছে। চোখের পাতায় হাতের ঘর্ষণের ফলে জ্বলছে তবুও যেন তার চোখ দুটি চিরচেনা আপন রূপে ফিরছে না। সে চোখ খুলে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটু পর তার চোখ লেগে আসছে, তারপর আবার মায়ের ঝাঁকি খেয়ে চোখ খুললো কিন্তু এবার আর সে পারছে না।
নিচে জিন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গ্রন্থরাজ্য |
বইয়ের ধরণঃ | জ্বিন বিষয়ক |
বইয়ের সাইজঃ | 42.7 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | এম জে বাবু |
অনুবাদকঃ |