জিহাদ ও ক্বিতাল pdf বই ডাউনলোড। ইসলাম মানবজাতির জন্য আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। যার সকল বিধান মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ধারিত। পক্ষান্তরে শয়তানী বিধান সর্বত্র অন্যায় ও অশান্তির বিস্তৃতি ঘটিয়ে থাকে। যা মানুষকে আল্লাহর পথ থেকে হটিয়ে জাহান্নামের পথে নিতে চায়। সেকারণ আল্লাহ মুসলমানকে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ-এর দায়িত্ব প্রদান করেছেন।
এবং তাকে শয়তানের বিরুদ্ধে সর্বদা জিহাদের লিপ্ত থাকতে নির্দেশ দিয়েছেন। জিহাদ ও সন্ত্রাস দুটি বিপরীতধর্মী বিষয়। জিহাদ হয় মানব কল্যাণের জন্য এবং সন্ত্রাস হয় শয়তানী অপকর্মের জন্য। জিহাদ হল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইলম ও জিহাদ pdf বই ডাউনলোড
- জিহাদের ইসলামী নীতি pdf বই ডাউনলোড
- কেন জিহাদ করবো pdf বই ডাউনলোড
- জিহাদ জান্নাতের পথ pdf বই ডাউনলোড
- ফাজায়েলে জিহাদ pdf বই ডাউনলোড
এই ইবাদতকেই শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। সেকারণ নানা কৌশলে শয়তান মুসলমানের জিহাদী যাযবাকে ধ্বংস করতে চায়। বর্তমান যুগে ইসলামী জিহাদকে জঙ্গীবাদ হিসাবে চিহিৃত করাটাও শয়তানী তৎপরতার একটি অংশ মাত্র। একটি পরাশক্তি তার প্রতিদ্বন্দ্বী আরেক পরাশক্তিকে আফগানিস্তান থেকে হটানোর জন্য অঢেল অর্থ ব্যয় করে ও আধুনিক অস্ত্রের যোগান দিয়ে গত শতাব্দীর শেষদিকে জিহাদের নামে তালেবান সৃষ্টি করে।
পরে উদ্দেশ্য হাছিল হয়ে গেলে তাদেরকে সন্ত্রাসী জঙ্গীদল বলে আখ্যায়িত করে। একই পলিসি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে অনুসৃত হচ্ছে। তাদের টার্গেটকৃত মুসলিম রাষ্ট্রটিকে জঙ্গীরাষ্ট্র আখ্যা দিয়ে তাদের স্বার্থ হাছিলের কপট উদ্দেশ্যে পরাশক্তিগুলি এসব অপকর্ম করে যাচ্ছে বলে সরকারের অভিজ্ঞ নিরাপত্তা কর্মকর্তাদের প্রকাশিত মন্তব্যে জানা যায়।
বর্তমানে স্টিং অপারেশনের নামে তারা নিজেদের দেশে মুসলিম তরুণদের পিছনে গোয়েন্দা লাগিয়ে বন্ধু বেশে তাদেরকে সেদেশের বিভিন্ন স্থাপনায় ভূয়া বোমাবাজিতে লিপ্ত করছে। পবিত্র কুরআন ও হাদীছে বর্ণিত জিহাদ ও ক্বিতাল শব্দ দুটিকে বর্তমানে ইসলামের নামে জঙ্গীবাদী তৎপরতার পক্ষে ব্যবহার করা হচ্ছে। অথচ জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
দাওয়াত ও জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে থাকে। জিহাদ সর্বদা শান্তি ও কল্যাণের উদ্দেশ্য নিবেদিত। কিন্তু কিছু মানুষ জিহাদের সঠিক তাৎপর্য বুঝতে না পেরে ইসলামের নামে হরতাল, সহিংসতা ও বোমাবাজি করছে। ফলে ইসলামের শান্তিময় রূপ বিনষ্ট হচ্ছে, যা বিরোধী প্রচারণায় বারি সিঞ্চন করছে। আলোচ্য প্রবন্ধে জিহাদের সঠিক তাৎপর্য উপস্থাপন করা হয়েছে এবং ভুল ধারণা অপনোদনের চেষ্টা করা হয়েছে।
নিচে জিহাদ ও ক্বিতাল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.40 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব |
অনুবাদঃ |