জীবনের বিন্দু বিন্দু গল্প pdf বই ডাউনলোড। গল্পের ম্যে দিয়ে একটা বক্তব্য তুলে ধরা বেশ কঠিন। বিশেষ করে নৈতিকতার বিষয়টি তুলে ধরা। বেশি জোরাজুরি করলে কৃত্রিমতা চলে আসে; আবার লাগাম ছেড়ে দিলে বক্তব্যের গাঁথুনির ঠাসবুনট আলগা হয়ে যায়। উভয় দিক সালাম দেওয়া এক দুরূহ কর্ম।
সুযোগ পেলেই খুজঁতে থাকি আশপাশে গল্পের কোনো উপাদার পাওয়া যায় কি-না আগে শুনিনি এমন কিছু কানে আসে কি-না! কিন্তু আমরা দেখেছি, গল্প পাওয়া গেলেও সেটা ঠিক সবার সামনে উপস্থাপনযোগ্য হয় না। তেমন গল্প পেতে হলে কলব সাফ থাকতে হয়। চিন্তাটা পরিচ্ছন্ন থাকতে হয়। চেতনাটা সজাগ রাখতে হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের প্রস্তুতি pdf বই ডাউনলোড
- গল্পের মাধ্যমে জ্ঞান pdf বই ডাউনলোড
- শেষরাত্রির গল্পগুলো pdf বই ডাউনলোড
- কিভাবে তাওহিদের দিশা পেলাম pdf বই ডাউনলোড
- গল্পের ফুলদানী pdf বই ডাউনলোড
সেদিন একজন জানতে চাইল, গল্পগুলো কোত্থেকে সংগ্রহ করেন? কেন, বিভিন্ন কিতাব পড়ে, পত্র-পত্রিকা পড়ে! কোথায় পড়েছেন, উৎস বলে দিলে গল্পটা আরো বিশ্বাসযোগ্য হত না! আরে ভাই! আমি তো ইতিহাস বলতে বসিনি। তথ্যবহুল গবেষণাও জমা দিতে বসিনি। আমি বসেছি কিছু কথা বলতে। কিছু ব্যথার লেনদেন করতে। কিছু অনুভুতিকে প্রকাশ করতে।
কিছু আবেগকে পরিস্ফুট করতে। কিছু চিন্তা ছড়িয়ে দিতে। একজন অন্য ঘরানার মানুষ। তিনি বিশ্বাস ও আকিদাগত দিক থেকে আমাকেও আমাদের এই গল্পগুলো পছন্দ করার কথা নয়; কিন্তু এক ভাই এসে জানাল, আপনার গল্পগুলো উনি পছন্দ করেছেন। ভাবতে বসলাম, কেন উনার কিছু গল্প পছন্দ হল? একি আমাদের কৃতিত্ব? না, নির্মোহ বিশ্লেষেণে গেলে বুঝা যায়, এটা মোটেও আমাদের কৃতিত্ব নয়।
এটা গল্পের কৃতিত্ব। আর গল্পগুলো তো নিখাদ আমাদের বানানো নয়। বিভিন্ন স্থান থেকে ধার করা! আমাদের এ গল্পের বইয়ে কেউ সাহিত্যমান বিচার করতে গেলে, তাকে হতাশ হতেই হবে। আমরা সাহিত্যচর্চা করার জন্য এ বই তৈরি করিনি। -তো কেন? -আমরা চেয়েছি কোনো রকমে গল্পের মাধ্যমে একটা বক্তব্য পৌঁছে দিতে।
তবে হ্যাঁ, এটা স্বীকার করতে আপত্তি নেই, গল্পগুলো আরো ভালোভাবে বলা যেতো, আমাদের অযোগ্যতার কারণে আমরা তা পারিনি। বইয়ের অন্য কোন দিকের প্রতি দৃষ্টি না দিয়ে, শুধু ভালো লাগা গল্পগুলোর দিকেই তাকানোর করজোড় অনুরোধ রইল। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে জীবনের বিন্দু বিন্দু গল্প pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক গল্প |
বইয়ের সাইজঃ | 16.4 MB |
কাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতীক উল্লাহ |
অনুবাদকঃ |