জীবন্ত শহীদ pdf বই ডাউনলোড । যুদ্ধের ইতিহাসের এক অসাধারণ ও অনন্য ঘঠনা হল যে , ঘঠনাটি হল এই যে , ঘঠনাটি প্রসিদ্ধ ঐতিহাসিক ত্বাবারি এবং বালাজুরী বর্ণনা করেছেন । প্রসিদ্ধ মুসলিম সেনাপতি কুতাইবা বিন মুসলিম বাহেলী সামারকন্দ বিজয় করেন । কিছু কিছু লোক অপবাদ দিল যে , এ বিজয় ছিল অবৈধ এবং ইসলাম বিরোধী পদ্ধতিতে ।
কিছুদিন পর যখন উমর বিন আব্দুল আযীয (র) এর সোনালী যুগ আসল তখন সমরকন্দবাসীরা মুসলিম বাহীনীর বিরুদ্ধে এক আশ্চর্য মামলঅ পেশ করল । মামলার বিষয় ছিল যে , বস্তিব সত্য এবং সাক্ষীদের সাক্ষ্যের আলোকে সঠিক ফায়সালা পেশ করতে হবে যে , সমরকন্দবাসীর অভিযোগ কতটা সত্য ।
আরও দেখুনঃ পহেলা বৈশাখ ইতিহাস ও বিধিবিধান pdf বই ডাউনলোড
কাজী সমরকন্দের মসজিদে আদালতে বসালেন । বাদী – বিবাদীরা আসল । তারা সবাই সেনানায়ক ছিলেন । আদালতে সবাই হাজির হল উভয় পক্ষের সাক্ষ্য শোনা হল , উন্মুক্ত যাচাই হল । প্রমাণাদি ও সাক্ষ্য গ্রহণের পর কাজী এমন ফয়সালঅ দিলেন যে , যা নিয়ে সম্স্ত ইসলামি আদালত গৌরব করতে পারে । শহর (সমরকন্দ ) থেকে দখল উঠিয়ে নেয়া হলো । এ বিজয় ছিল অবৈধ । সমরকন্দবাসীর দাবিই সত্য ।
ইসলামে ঐতিহাসিক বিষ্ময়কর ঘটনাবলীর সংকলন।
নিঃসন্দেহের বিজয় ছিল অবৈধ । ইসলাম যুদ্ধের ময়দানে দুশমন বাহীনিকে যে অধিকার দিয়েছে এ দখল তার বিরোধি । মুসলিম বাহিনিকে নির্দেশ দেয়া যাচ্ছে যে , তারা যেন নির্দিষ্ট তারিখের পর এ শহরে মুসলমানদের কোন দখল থাকতে পারবে না । শহর দখল মুক্ত হওয়ার পর দুশমনদেরকে দ্বিতীয়বার আল্টিমেটাম দেয়া হবে ।
আরও দেখুনঃ আল মুকাদ্দিমা দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
এরপর দ্বিতীয়বার যুদ্ধ হবে । তখনই যদি মুসলমানরা তা দখলে নিতে পারে তবে তা সঠিক বলে গণ্য হবে । কাজীর ফায়সালাকে উভয় দল সন্তুষ্ট চিত্তে মেনে নিল । নির্দিষ্ট সময়ের পর মুসলমানরা শহরে দখল ছেড়ে দিতে লাগল । সমরকন্দবাসীরা দ্বিতীয়বার মাথা চাড়া দিয়ে উঠল তারা তাদের শক্তিও দেখালো ।
তাদের যুলুমভিত্তিক শাসন সর্বসা ধারণের সামনে ছিল , সাথে সাথে মুসলমানদের ন্যায় পরায়ণতাও তারা পরিলক্ষিত করেছে । উভয় প্রসাসনের মধ্যে যথেষ্ট যাচাই বাচাই হল যে , নিজেদের এ প্রসাসন উত্তম না মুসলমানদের ন্যায়পরায়নতা পূর্ণ প্রসাসন উত্তম ।
আরও দেখুনঃ আল কুরআনের ভাষা pdf বই ডাউনলোড
নিচে জীবন্ত শহীদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.71 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আব্দুল মালেক মুজাহিদ অনুবাদঃ আব্দুল্লাহীল হাদী মুঃ ইউসুফডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ